ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/১১/২০২৪ ১১:২০ পিএম , আপডেট: ২৮/১১/২০২৪ ১১:২৩ পিএম

রফিক মাহমুদ, উখিয়া::
কক্সবাজারের উখিয়া কুতুপালং লম্বাশীয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে বেসরকারি একটি সংস্থার গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম মুহাম্মদ আয়ান (৩)। সে ওয়ান ইস্ট ক্যাম্পের বাসিন্দা মুহাম্মদ ইদ্রিছের ছেলে।

বুধবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে উখিয়া কুতুপালং লম্বাশীয়া ওয়ান ইস্ট ক্যাম্পে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আশ্রয়শিবিরের রাস্তার উপর কয়েকজন শিশু খেলা করছিল। এমন সময় বেপরোয়া গতিতে এনআরসির একটি মাইক্রোবাস এসে শিশুটিকে ধাক্কা দেন। সেখানে শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর না থামিয়ে চালক দ্রুত গতিতে গাড়ি নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে বেসরকারি সংস্থা এনআরসির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসাইন। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে সেবাদান কাজে নিয়োজিত এনআরসি নামের একটি বেসরকারি সংস্থার গাড়ির ধাক্কায় একটি শিশু নিহত হয়েছে। চালক ও গাড়িটি আটক করা সম্ভব হয়নি।

নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

পাঠকের মতামত

১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আগামী ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজার জেলাজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ ...

রোহিঙ্গা স্থানান্তর বন্ধ, ভাসানচর প্রকল্প ছিল ‘ভুল সিদ্ধান্ত’

কক্সবাজারের ঘনবসতিপূর্ণ ক্যাম্প এলাকা থেকে রোহিঙ্গাদের একাংশ সরিয়ে বঙ্গোপসাগরের দ্বীপ ভাসানচরে নেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ...