ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০২/২০২৫ ৮:৫৮ এএম

কক্সবাজারের উখিয়ায় আলোচিত মাহাবুবুল আলম হত্যা মামলার প্রধান আসামি বেলাল উদ্দিন প্রকাশ কানা বেলালকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। শনিবার (১ ফেব্রুয়ারী) রাতে রাজাপালং ইউনিয়নের দরগাহ বিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়৷

গ্রেফতার আসামী উপজেলার রাজাপালং ইউনিয়নের দরগাহ বিলা এলাকার আলী হোসাইনের পুত্র মো বেলাল উদ্দিন প্রকাশ কানা বেলাল।

মামলার এজাহার সূত্র জানাযায়, গত ৩০ নভেম্বর ২০১৯ রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের দরগাহবিল গ্রামের সৌদি প্রবাসী গুরা মিয়ার ছেলে মাহাবুবুল আলম (২৫) পার্শ্ববর্তী গ্রামে অনুষ্ঠিত হাতিমুরা দরবার শরীফে বার্ষিক ওরশ মাহফিলে যাওয়ার সময় হাতিমুরা ব্রীজে পৌঁছিলে পূর্ব থেকে উৎ পেতে থাকা দরগাহবিল এলেকার অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী বেলাল বাহিনীর প্রধান বেলাল সহ তার নেতৃত্বে ১০/১১ জন সন্ত্রাসীগণ দলবদ্ধ হয়ে তাকে পশ্চিম দিকে খোলা (ধান্য জমি) জমিতে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে সন্ত্রাসীদের মধ্যে নিহত মাহাবুবুল আলমের গলায় ধাক্কা ধাক্কি করে, দু’হাত চেপে ধরে, গলাটিপে শ্বাসরোধ করে, অন্ডকোষ টিপে এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করে মাহাবুবুল আলমের মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন৷

এ ঘটনায় নিহত মাহাবুবুল আলমের মা রাবেয়া বেগম বাদী হয়ে বেলাল বাহিনীর প্রধান বেলাল সহ মোট ০৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩/৪ জন আসামি করে উখিয়া থানায় মামলা দায়েরে করেন। যার নং ৩০২/৩৪।

থানা সুত্রে জানাযায়, বেলাল বাহিনীর প্রধান বেলালর বিরুদ্ধে জি,আর- ১৩৮/২০০১ইং (উখিয়া), জি,আরা ৬৪/২০০৪ (নাইক্ষ্যংছড়ি), জি,আর- ৭৩/২০১২ইং যাহার দ্রুত বিচার ০৯/১২ইং দ্রুত বিচার আইনের ৪/৫ ধারা, জি.আর- ১৬৭/১১ইং (উখিয়া), জি,আর-।২১০/১১ইং (উখিয়া), জি,আর-৫৩/১৫ইং যাহার নারী শিশু ২৮/১৯ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১)/৩০ এবং জি.আর- ২২৩/১১ইং (উখিয়া) মামলা গুলো আছে৷

মাহাবুবুল আলমের মা মামলার বাদী রাবেয়া বেগম জানান, আমার ছেলে হত্যার প্রধান আসামির ফাঁসি চাই৷ আমার ছেলের কোন দোষ ছিলো না৷ কানা বেলাল আমার ছেলে কে অহেতুক হত্যা করেছে৷ আমি অন্যান্য আসামিদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি৷

উখিয়া থানা অফিসার ইনচার্জ আরিফ হোসেইন জানান, ওয়ারেন্ট আসামি মো বেলাল উদ্দিনকে র‍্যাব-১৫ আটক করে থানায় হস্তান্তর করেন৷ ওয়ারেন্ট আসামি বেলাল উদ্দিনকে রবিবার সকালে কক্সবাজার দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে৷

পাঠকের মতামত

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...