মিয়ানমারে পাচারকালে বিপুল খাদ্যসামগ্রী জব্দ, আটক ১০
কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ এলাকায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রীসহ ১০ পাচারকারীকে আটক ...
কক্সবাজারের উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত হয়েছেন৷ আহত হয়েছেন অন্তত ৬ জন।
১৬ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে উপজেলার কুতুপালং পালং হাসপাতালের সামনে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয় এবং থাইংখালীর ১৬নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শফিউল্লাহ কাটা নামক এলাকায় সিএনজি গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু ওই ক্যাম্পের এফ/৩ ব্লকের ইউনুছের মো: শাহেদ (১০ এবং আহতরা হলেন, মো. ইলিয়াস (২৬), রাজনিকেল (১৭), অনুরাধা (১৮), স্বাধীন (১৯), ডিপজল (২৫) তাৎক্ষনিক আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর আজিজ জানান, মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশু মারা গেছে এবং ৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই গাড়ি চালক পালিয়ে গেলেও গাড়িগুলো জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এ কর্মকর্তা
পাঠকের মতামত