ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৪/২০২৩ ৯:৪৭ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা এক যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটককৃত রোহিঙ্গা হলেন মো. রহিম উল্লাহ (৩০) উখিয়া ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের সৈয়দ আহমদের ছেলে।

শনিবার (৮ এপ্রিল) দিবাগত-রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়।

উখিয়া ৮ এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার (অপস্ এণ্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী একজন রোহিঙ্গার অবস্থান গোপন সংবাদে নিশ্চিত হয়ে ৮ এপিবিএন অধিনায়ক এডিশনাল ডিআইজি আমির জাফরের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মো. রহিম উল্লাহ নামক একজন রোহিঙ্গা যুবককে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ আটক করা হয়।

এ ঘটনায় তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে জিডির পর ধৃত ব্যক্তিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজার থেকে শীঘ্রই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ইঙ্গিত চীনা কর্মকর্তার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে দ্রুততম সময়ে পরীক্ষামূলকভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশাবাদী চীন। ...

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...