উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/০৩/২০২৩ ৬:৫৫ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব-১৫ ও ৮ এপিবিএন যৌথ অভিযান চালিয়ে আরসা’র দুই সদস্যকে গ্রেফতার করেছে।

সোমবার সকালে ক্যাম্প-৮ ইস্ট ও ক্যাম্প-৯ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,৮ নম্বর ক্যাম্পের ইস্ট,৩৮/বি-ব্লকের মৃত সালেহ আহমদ এর ছেলে ফয়েজুল ইসলাম (৩৪) ও ১৯ নম্বর ক্যাম্পর,১৩/এ-ব্লকের আবু বক্কর সিদ্দিক এর ছেলে ইব্রাহিম (৩০)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিঃ পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)মোঃ আবু সালাম চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান,সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে র‌্যাব-১৫ ও ৮ এপিবিএন এর আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ক্যাম্প-৮ ইস্ট ও ক্যাম্প-৯ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে দুষ্কৃতিকারী আরসার সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়।

উখিয়া থানায় তদন্তাধীন মামলায় গ্রেফতারকৃত আরসার দুই সদস্যকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

পরিচয় গোপন করে চাকরি: রোহিঙ্গা আজিজের বিরুদ্ধে তদন্ত শুরু

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে পরিচয় গোপন করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ এবং পরিবেশ অধিদপ্তরের আউটসোর্সিং ...

ইউনিসেফের সতর্কবার্তা‘সহায়তা না বাড়লে রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে’

বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের শিশুদের সহায়তা কার্যক্রম ভয়াবহ অর্থ সংকটে পড়ছে বলে সতর্ক ...