৫ রোহিঙ্গাকে অপহরণ, কবজি বিচ্ছিন্ন একজন উদ্ধার
কক্সবাজারের টেকনাফের পাহাড়ি জনপদে অপহরণকারীদের দৌরাত্ম্য থামছে না। তিন বন্ধুকে অপহরণ করে খুনের ঘটনার রেশ ...
কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য ক্রয় বিক্রয় ও হোটেল রেস্টুরেন্টে পঁচাবাসি খাবার সরবরাহ করার অভিযোগ পাঁচটি প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মরিচ্যা বাজার স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ এ অভিযান পরিচালনা করেন । এ সময় উখিয়া থানার পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ জানান, গতকাল বেলা ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মরিচ্যা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫ মামলায় ২ টি রেস্টুরেন্ট ও ৩ টি মুদির দোকানের মালিককে ৩৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত