বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৭/০২/২০২৫ ৭:১৩ এএম

কক্সবাজারের উখিয়ায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দিয়েছেন ছাত্র-জনতা। একই সঙ্গে খুলে ফেলা হয়েছে নামফলক।

বৃহস্পতিবার রাতে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে স্থাপিত ম্যুরালটি ভেঙে দেওয়া হয়। পরে রাজাপালং ইউনিয়ন পরিষদের গেটে উপজেলা আওয়ামী লীগের নামফলকও খুলে ফেলা হয়৷

এদিকে, শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্যে কমেন্ট বক্সে মন্তব্য করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন ও সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদ। কমেন্ট বক্সে সেখানে দেখা যায় ‘নেত্রী ঘোষণা দেন। দেশে সকল এমপি-মন্ত্রীদের চলে আসতে বলেন। সহ্য হচ্ছে না।’ এমন মন্তব্যের প্রতিবাদে ফুঁসে ওঠেন উখিয়ার ছাত্র-জনতা।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেন, কিছু লোক গেটের ভেতর ঢুকে শহিদ মিনারের ম্যুরালটি ভেঙে চলে যান বলে শুনেছি

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...