ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০২/২০২৩ ৯:৫৭ পিএম , আপডেট: ১৬/০২/২০২৩ ৮:১৫ এএম

এক সপ্তাহর ব্যবধানে কোটি টাকার ৮৯ টি বার্মিজ চোরাই গরু জব্দ করেছে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি।

বুধবার ( ১৫ ফেব্রুয়ারী) ১১ বিজিবি এক প্রেস ব্রিফিং এ জানায়, তারা নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব গবাদি পশু জব্দ করে।
১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ রেজাউল করিম বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিতকতায় গত ৯ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৭ দিন চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে ৮৯টি বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়েছে তারা।
বিজিবি সূত্র আরো জানায়,সীমান্ত পথে গরু চোরাচালান রোধকল্পে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক কঠোর নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও যেকোন মূল্যে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) চোরাচালান প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করবে। ভবিষ্যতে মাদক ও চোরাচালান দমনে নিয়োজিত থেকে যেকোন আন্তঃ রাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে থাকবে। প্রধানমন্ত্রীর মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) প্রতিশ্রুতিবদ্ধ।

পাঠকের মতামত

কুতুপালং ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা যুবকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে দেলোয়ার হোসেন (এমারসি–৫৩৫৪১) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু ...

জেলা আমীরের অভ্যর্থনা—শাহজালাল চৌধুরীর ফিরে আসায় দলের ভরসা আরও দৃঢ়

সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার দায়িত্বশীল নেতা এডভোকেট শাহজালাল চৌধুরী ...