লাইসেন্সহীন ফার্মেসীতে রোহিঙ্গাদের চিকিৎসার নামে প্রতারণা
জসিম উদ্দিন টিপু,টেকনাফ:: টেকনাফ উপজেলায় নতুন পুরাতনসহ মোট ৭টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। এসব ক্যাম্পের অভ্যন্তরে ...
কক্সবাজারের উখিয়ায় বিজিবির ধাওয়া খেয়ে পাচারকারীর ফেলে যাওয়া ব্যাগে মিললো ৫০ হাজার পিস ইয়াবা।
শনিবার (৮ মার্চ) উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজারে বিজিবির অভিযানকালে পরিত্যক্ত এসব ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী পানবাজার দিয়ে একটি ইয়াবার চালান রোহিঙ্গা ক্যাম্পে পাচার হচ্ছে বলে খবর পায় বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফারুক হোসেন খান জানান, বিজিবির সদস্যরা সন্দেহজনক দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। পরে তাদের পরিত্যক্ত একটি ব্যাগে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি আরিফ হোসেন।
পাঠকের মতামত