আবদুল্লাহ আল আজিজ
প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ৮:১৯ এএম

উখিয়ায় শরিফা আক্তার (১৮) নামের এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১২ জুন) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে উপজেলার পালংখালীর আশারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শরিফা ওই গ্রামের শাকের আলীর মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শরিফা উখিয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজে অধ্যায়নরত ছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, শরিফা আক্তার সন্ধ্যায় কোনো এক সময় ঘরের সিলিং সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে তার আত্মীয়-স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হলে উখিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

তবে ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ থানায় নিয়ে আসা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

পাঠকের মতামত

জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর

আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি ...

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...