উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৮/০৩/২০২৩ ১০:১০ পিএম

কক্সবাজারের উখিয়ায় কলেজছাত্রকে চুরির অপবাদে রড ও বিদ্যুতের তারে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্তসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব -১৫।

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১টায় কলাতলীস্থ মেরিন ড্রাইভ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ৪ জন হলেন- উখিয়া জালিয়াপালং এলাকার ফজল কাদের (৩৮), মোহাম্মদ আব্দুল্লাহ (২২), আব্দুর রহমান (৩৮) ও আজিজুল হক (৫২)’।

এ বিষয়ে মঙ্গলবার বিকেলে কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, গত ২৫ মার্চ রাতে উখিয়ার ডেইল পাড়া এলাকায় কক্সবাজার সিটি কলেজের ছাত্র রায়হান শরীফকে (১৯) একই এলাকার বাসিন্দা ফজল কাদের তার সুপারি বাগান হতে সুপরি চুরির অপবাদে দুই ঘণ্টা ধরে বিদ্যুতের তার, লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে আহত করে।

এ ঘটনায় ২৭ মার্চ কলেজছাত্রের বাবা মোহাম্মদ আমিন বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেন। এ মামলায় প্রধান অভিযুক্ত ফজল কাদেরসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ফজল কাদের একজন তালিকাভুক্ত মাদক কারবারি বলে জানিয়েছেন র‌্যাব।

গ্রেফতার ৪ জনকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, কুপে ৫ জন গুরুতর আহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব পারিরবিল এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় অন্তত ...

রোহিঙ্গা ক্যাম্পে বছরে ২ কোটি বাঁশের চাহিদায় চট্টগ্রাম–কক্সবাজারে দ্রুত উজাড় হচ্ছে বাঁশবাগান

  একসময় দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা বাঁশবাগান এখন দ্রুত কমে আসছে। এ অবস্থায় ...