ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ৪:৩৮ এএম

কক্সবাজারের উখিয়া গয়ালমারা এলাকায় ইফতারের সময় ভুল করে ব্যাটারির এসিড পানি পান করে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি চারজন হলেন, রত্নাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গয়ালমারা এলাকার নাজির হোসেনের ছেলে নুরুল হাকিম (১৮), একই এলাকার মৃত আসা মিয়ার ছেলে নুরুল বশর (৩২), মৃত সোনা মিয়ার ছেলে আবদুল কাদের (৩৮) ও ইমাম শরীফের ছেলে ইসহাক আহমদ (৬২)।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মো. নাজমুল হোসেন।

হবু বরকে নিয়ে দাওয়াত খেয়ে ফেরা হলো না সুমাইয়ার
স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, ইফতারের সময় গয়ালমারা বাজারের একটি টমটমের (ইজিবাইক) গ্যারেজে টেবিলের রাখা ব্যাটারির এসিড পানি নরমাল পানি ভেবে দুজন পান করে ফেলেন। পরে সেই পানি ব্যাটারির পানি কিনা তা যাচাই করতে আরও দুজন পান করেন। তখন চারজনই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে গ্যারেজে থাকা কয়েকজন তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান জানান, ব্যাটারির এসিড পানি খেয়ে অসুস্থ হয়ে ভর্তি হাওয়াদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের শরীর থেকে ব্যাটারির পানি নিষ্কাশন করা হয়েছে।

পাঠকের মতামত

সেন্টমার্টিন যাত্রা ঘিরে সক্রিয় জালিয়াত চক্র

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারি ১২টি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন কক্সবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ ...

টেকনাফে ঘুষ ছাড়া ট্রান্সফরমার বদল নয়; পবিসের নিম্নস্তরের কর্মকর্তাদের টাকা আদায়ের অভিযোগ

সাধারণত অতিরিক্ত লোড এবং প্রকৃতিগত সমস্যার কারণে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হয়ে থাকে। আর নষ্ট ...

কক্সবাজারের ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক

জাহাজযোগে সেন্টমার্টিন যেতে যাত্রাবিলম্ব হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১‘প্রশাসনিক কর্মকর্তা’ দাবি করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী ...