উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/০৪/২০২৫ ১০:৫৮ পিএম

কক্সবাজারের উখিয়ার থাইংখালী বিট এলাকায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের একটি স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ নোটিশ জারি করেছে উখিয়া বন বিভাগ।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা) শাহিনুল ইসলাম শাহীন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১টায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের অধীন শফিউল্লা কাটা রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বাইরে ইউএনএইচসিআর-এর ব্যানারে ডাটা সেন্টারের একটি নির্মাণাধীন স্থাপনায় কাজ বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়া হয়।

এ ব্যাপারে থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাস জানান, শফিউল্লা কাটা রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বাইরে ইউএনএইচসিআরের ডাটা সেন্টার নির্মাণ করার সময় গত ২১ এপ্রিল বৈধ কাগজপত্র দেখাতে থাইংখালী বিট কার্যালয় থেকে নোটিশ দেয়া হয়।

KSRM
KSRM

নোটিশে বলা হয়েছে, স্থাপনাটি ২০১৭-১৮ সালের শরণার্থী সঙ্কটকালে থাইংখালী বিট এলাকার সাধারণ বনভূমিতে নির্মিত হয়। এটি বাংলাদেশ বন আইন, ১৯২৭-এর ২৬ ও ২৮ ধারা অনুযায়ী অবৈধভাবে গড়ে তোলা হয়েছে এবং অনুমতি ছাড়া বনভূমিতে ঘর নির্মাণ করায় পরিবেশ ও বন সংরক্ষণে হুমকি সৃষ্টি করছে।

নোটিশে আরও বলা হয়, স্থাপনাটির সপক্ষে ২২ এপ্রিলের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। কিন্তু তাদের পক্ষ থেকে জবাব না পাওয়ায় বনবিভাগ তাদের কাজ বন্ধ করে তালা লাগিয়ে দেয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুল ইসলাম শাহীন বলেন, ‘গত ২১ এপ্রিল থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশের স্বাক্ষরিত নোটিশটি সরাসরি ইউএনএইচসিআর-এর অফিস বরাবর পাঠানো হয়েছে। ইউএনএইচসিআর-এর পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘অবৈধভাবে বনভূমিতে কোনো স্থাপনা রাখা যাবে না। আমরা পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি

পাঠকের মতামত

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাচন :সভাপতি জসিম, সম্পাদক তানভীর

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৬ ...

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হলিউড অভিনেতা ইউনিসেফ দূত অরল্যান্ডো ব্লুম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। বুধবার (৫ ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...