উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৫/০৫/২০২৩ ৬:৪৮ এএম , আপডেট: ০৫/০৫/২০২৩ ৬:৫৪ এএম
ছবি/ প্রতীকী

উখিয়া উপজেলার ক্রাইমজোন খ্যাত পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকায় লুলু আল মারজান (৩৮) নামক এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত লুলু আল মারজান ৭নং ওয়ার্ডের বাসিন্দা ইউসুফের স্ত্রী ও পালংখালী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নারী সদস্য।
ঘটনার খবর পেয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত‍া (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে।
পারিবারিক সূত্রে জানা গেছে , স্থানীয় ইউচুপ নামের এক ব্যক্তি এ হত্যাকান্ড ঘটায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ইউচুপ একজন মাদক ব্যবসায়ী। এর আগেও সে র্যা বের হাত মাদক নিয়ে গ্রেফতার হয়েছিল।
স্থানীয়রা বলছেন, মারজান এমএসএফ হাসপাতালে মিডওয়াইফ হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক বিরোধের জের ধরে তাঁকে জবাই করে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত‍া শেখ মোহাম্মদ আলী জানান, লাশ উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

পাঠকের মতামত

কক্সবাজার থেকে শীঘ্রই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ইঙ্গিত চীনা কর্মকর্তার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে দ্রুততম সময়ে পরীক্ষামূলকভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশাবাদী চীন। ...

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...