ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইয়াবা ব্যবসায়ীর উপর্যপুরী ছুরিকাঘাতে এসআই গোলাম মর্তুজাসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। ইয়াবা ব্যবসায়ীর ছুরিকাঘাতে মারাক্তক আহত এসআই গোলাম মর্তুজার মুখ ও গালে ৭টি সেলাই লেগেছে। আহত অপর ৩ পুলিশ সদস্যের নাম জানা যায়নি।
মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গীর সরলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম মর্তুজার নেতৃত্বে পুলিশের একটি দল ইয়াবা ব্যবসায়ী রাজাকে ধরতে দুওসুও ইউনিয়নের পশ্চিম সরলিয়া গ্রামে অভিযানে যায়। এসময় ইয়াবা ব্যবসায়ী রাজা পুলিশের ওপর বেপরোয়া হামলা ও উপর্যপুরী ছুরিকাঘাত চালায়। রাজার ছুরিকাঘাতে এসআই গোলাম মর্তুজাসহ চার পুলিশ সদস্য আহত হন। এসআই গোলাম মর্তুজার মুখে ও গালে কোপ লাগে। তাকে বাঁচাতে গেলে আরো তিনজন পুলিশ সদস্য আহত হয়। পরে তারা রাজাকে গ্রেফতার করতে সক্ষম হন।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ রাত আড়াইটায় মোবাইল ফোনে শীর্ষ নিউজকে খবরটি নিশ্চিত করে জানান, এসআই মর্তুজার মুখে ৭ টি সেলাই লেগেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি সম্পন্ন প্রায় বলে তিনি জানান। সাম্প্রতিককালে জেলা পুলিশের অনেকগুলো সফল মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় বলে তিনি জানান।
পাঠকের মতামত