প্রকাশিত: ০৬/১০/২০১৭ ২:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এলাকা থেকে আড়াই হাজার পিস ইয়াবাসহ মো. কামাল (২২) ও নূর কামাল (১৮) নামে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

বৃহস্পতিবার রাতে বাকলিয়া থানার নতুন ফিশারিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক (গোয়েন্দা) জিল্লুর রহমান জানান, তথ্যের ভিত্তিতে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয়েছে। এঘটনায় আটকদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটক দুই রোহিঙ্গা যুবক সাতদিন আগে বাংলাদেশে অনুপ্রবেশের পর দুজন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিল বলেও জানান তিনি।

পাঠকের মতামত