উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ১০:০০ এএম

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সৈকতের ইনানী-পাটুয়ারটেক অংশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে মরদেহটি দেখতে পেয়ে পুলিশ’কে খবর দেয় স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার আওতাধীন ইনানী পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ দুর্জয় সরকার।

তিনি বলেন, ‘উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ‘

আনুমানিক ৩০ বছর বয়সী ঐ যুবকের পরনে কোনো কাপড় ছিলো না, তবে মুখে তিনটি ক্ষত চিহ্ন দেখা গেছে বলে উল্লেখ করেন দুর্জয়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিক বলেন, ‘সৈকতের বালিয়াড়িতে লাশটা পড়ে থাকতে দেখেছি। এলাকার লোকজনের কল পেয়ে পুলিশ এসেছে, ভাটার টানে সম্ভবত সেটি সাগর থেকে এখানে ভেসে আসছে।’

দুর্জয় জানান, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত

ওয়ার্ল্ড ভিশনের জরিপচাকরি বেশি করেন উখিয়ার মেয়েরা

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণের হার অন্যান্য উপজেলাগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এমন চিত্র ...

প্রেমিক জুটি আটক, গরিবের মেয়ে বলে মেনে নিতে নারাজ ছেলে পক্ষ

টেকনাফের হ্নীলা উলুচামরী এলাকার স্থানীয় বাসিন্দারা প্রেমিক-প্রেমিকাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে প্রেমিকা গরিব ...

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগউখিয়ায় অনিয়ম নিয়ে কথা বলায় চাকরি হারালেন এনজিও কর্মী

উখিয়া-টেকনাফ ও রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বিভিন্ন উন্নয়ন সংস্থায় স্থানীয় মাঠকর্মীদের দেদারসে ছাঁটাইয়ের মিশন চলছে সম্প্রতি ...