ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০২/২০২৪ ১০:২৫ পিএম

সিমরান হোসেন, কক্সবাজার ::
অনিয়ম,দুর্নীতির শেষ নেই বিভিন্ন সড়কের কাজে। গ্রাম, শহর সর্বত্রে চলছে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজ। কিন্তু নিয়ম নীতির কোন বালাই নেই। কোনরকমে কাজ শেষ করছে সংশ্লিষ্ট ঠিকাদাররা। কাজগুলোতে রোহিঙ্গা শ্রমিকের বিচরণ বেশি। কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছে না স্থানীয় জনগণ।

জানা, যায় গত কিছুদিন ধরে উখিয়া সদর বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেনের কাজ চলছে। যেভাবে ইচ্ছে সেভাবেই কাজ চালিয়ে নিচ্ছে শ্রমিকরা। লাল ময়লাযুক্ত বালি,ময়লাযুক্ত পাথর সবই ব্যবহার করা হচ্ছে এখানে। কারণ যারা কাজ করছে তারাও রোহিঙ্গা।


যে দেখাশোনা করছে সেও রোহিঙ্গা। ঠিকাদার বা ইঞ্জিনিয়ার আসেন না। রোহিঙ্গাদের দিয়েই কাজ চালিয়ে নেয়া হচ্ছে। আগে ড্রেইন বড় ছিল,অপরিকল্পিতভাবে কাজ করার ফলে সরু হয়ে গেছে ড্রেইন। কাজের গুণগত মান ঠিক না হওয়ায় কাজ শেষ না হওয়ার আগে উঠে যাচ্ছে প্লাস্টার। প্রশাসনিক তদারকি না থাকায় সব কাজেই এমনটি হচ্ছে। সরকার গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু সরকারের এসব কাজকে প্রশ্নবিদ্ধ করছেন সংশ্লিষ্ট ঠিকাদার ও ইঞ্জিনিয়াররা। এসব দেখবে কে?

পাঠকের মতামত

টেকনাফে ঘুষ ছাড়া ট্রান্সফরমার বদল নয়; পবিসের নিম্নস্তরের কর্মকর্তাদের টাকা আদায়ের অভিযোগ

সাধারণত অতিরিক্ত লোড এবং প্রকৃতিগত সমস্যার কারণে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হয়ে থাকে। আর নষ্ট ...

কক্সবাজারের ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক

জাহাজযোগে সেন্টমার্টিন যেতে যাত্রাবিলম্ব হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১‘প্রশাসনিক কর্মকর্তা’ দাবি করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী ...

সমুদ্র বুকে নির্মাণাধীন বিমানের রানওয়ে উচ্ছেদের সুপারিশ বিআইডব্লিউটিএ’র

কক্সবাজার বিমান বন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের সমুদ্র বুকে রানওয়ে নিমার্ণের জন্য স্থাপিত জেটিসহ অন্যান্য স্থাপনা ...