প্রকাশিত: ১০/০৭/২০১৯ ৮:০১ এএম , আপডেট: ১০/০৭/২০১৯ ৮:০১ এএম
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শরনার্থী শিবিরে টানা প্রবল বর্ষণ ও ভূমিধসের আশঙ্কায় রোহিঙ্গাদের স্বপ্ন বর্ষায় ভেসে যেতে পারে না- বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

৯ জুলাই মঙ্গলবার এক টুইট বার্তায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে প্রবল বর্ষণে ভূমিধসের আশঙ্কায় তিনি এ মন্তব্য করেন।

আন্তোনিও গুতেরেস টুইট বার্তায় বলেন, গত বছরের জুলাই মাসে ঢাকা সফরে গিয়ে তিনি কপবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্ভোগের মর্মান্তিক কাহিনী শুনেছিলেন। এ বছর তাদের আশ্রয়স্থলটি আবারও বর্ষা মৌসুমের শুরুতে বড় হুমকির মুখে পড়েছে। রোহিঙ্গাদের স্বপ্ন বর্ষায় ভেসে যেতে পারে না।

এদিকে ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, অতিবর্ষণে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় রয়েছে রোহিঙ্গা শিশুরা।

এক বিবৃতিতে বাংলাদেশে সংস্থাটির প্রতিনিধি আলিয়ান বালানডি ডোমসামের বরাতে বলা হয়েছে, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে শিশুরা প্রবল বর্ষণে বন্যা এবং ভূমিধসের আশঙ্কার মধ্যে রয়েছে। এরই মধ্যে চার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গা ক্যাম্প শুধু নয়, কক্সবাজার এলাকার স্থানীয় অধিবাসীরাও একই ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে প্রায় পাঁচ লাখ শিশুর জন্য জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। এ জন্য ১৫২ দশমিক ৫ মিলিয়ন ডলার সাহায্যের আবেদন জানানো হয়েছে।

পাঠকের মতামত

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...