প্রকাশিত: ১২/১০/২০১৬ ২:০৭ পিএম

এইচএম এরশাদ, সীমান্ত থেকে ফিরে:
মিয়ানমারের মংডুতে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তা চৌকিতে হামলার পর বাংলাদেশে পালিয়ে আসা দুই সন্ত্রাসীকে ধরে মিয়ানমার সীমান্তরক্ষীর কাছে সোপর্দ করেছে বিজিবি। তন্মধ্যে রয়েছে একজন গুলিবিদ্ধ। সীমান্ত গলিয়ে যাতে কোন সন্ত্রাসী প্রবেশ করতে না পারে, এ জন্য মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ সীমান্তরক্ষীদল বিজিবিকে অনুরোধ জানিয়েছিলেন। রবিবার মধ্যরাতে টেকনাফের হ্নীলা মৎস্য প্রকল্প এলাকা দিয়ে এদেশে অনুপ্রবেশের সময় বিজিবি এদের আটক শেষে পত্র প্রেরণ করে মিয়ানমারে। মঙ্গলবার বেলা ১২টায় টেকনাফ স্থলবন্দরে বিজিবি মিয়ানমারের নাগরিক কাউয়ার বিল মাঝের পাড়ার আবুল বশরের পুত্র গুলিবিদ্ধ আনোয়ার কামাল (২৫) ও একই এলাকার কমল আহমদের পুত্র মো: ইসমাইলকে (২৩) দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে। গুলিবিদ্ধসহ ধৃত যুবকদ্বয় আরএসও ক্যাডার বলে ধারণা করছেন সীমান্তে বসবাসকারী অনেকে। কক্সবাজারে ছদ্মবেশে থাকা আরএসও জঙ্গীরা গ্রেফতার এড়াতে বর্তমানে গা ঢাকা দিয়েছে। বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। মিয়ানমার অভ্যন্তরে সংঘঠিত ঘটনায় বাংলাদেশের সঙ্গে সুমধুর সম্পর্কের কোন ক্ষতি হবে না এবং ব্যবসা-বাণিজ্যসহ দু’দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সীমান্ত রক্ষাসহ চোরাচালান রোধে ও অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশের সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। সাগরপথেও নিয়মিত টহলে রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।

সীমান্ত থেকে পাওয়া তথ্যে জানা যায়, মিয়ানমারে পুলিশ পোস্টে সন্ত্রাসী হামলার পর রবিবার থেকে বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের বাণিজ্যিক ও অন্যান্য ফটক। এলাকায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে। কক্সবাজার চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, মিয়ানমার থেকে ব্যবসায়ীরা মুঠোফোনে জানিয়েছেন, দেশটিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রতিবেশি বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য পুনরায় শুরু করা সম্ভব হবে না। তিনি আরও বলেন, মিয়ানমারস্থ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগীতায় ৯ সদস্য বিশিষ্ট রাখাইন প্রদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ২৫ সেপ্টেম্বর বাংলাদেশে এসে স্থানীয় প্রশাসন এবং কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য উন্নয়ন শীর্ষক দ্বি-পাক্ষিক বৈঠক শেষে গত ২৯ সেপ্টেম্বর আস্থা এবং ভালবাসায় সিক্ত হয়ে ফিরে গেছেন স্বদেশে। মিয়ানমারের ব্যবসায়ীদের সঙ্গে এ সম্পর্ক অটুট রয়েছে এবং থাকবে জানিয়ে কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ব্যবসায়ী নেতা আবু মোর্শেদ জনকণ্ঠকে বলেন, একটি বিশেষ মহলের ছত্রছায়ায় চট্টগ্রাম ও কক্সবাজারে ঘাপটি মেরে থাকা আরএসও নেতা মৌলভী নুর হোসেন, শফিক, মৌলভী মো: সেলিম ওরফে আবু আবদুল্লাহ, কাতার ফেরত আরএসও জঙ্গী মৌলভী আবদুর রহিম ও রুহুল আমিনসহ রোহিঙ্গা জঙ্গীদের খোঁজে বের করে আইনের আওতায় আনা জরুরী হয়ে দাঁড়িয়েছে।

সীমান্ত অঞ্চল ঘুরে আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশের কোথাও আরাকান বিদ্রোহী গ্র“প আরএসও’র ঘাঁটি নেই। পার্বত্য বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ির সীমান্তে আরএসও’র প্রশিক্ষণ ঘাঁটি স্থাপনের প্রচার থাকলেও তা মিয়ানমার অভ্যন্তরে গহীন অরণ্যে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিচ্ছিন্নতাবাদী একাধিক গ্র“পের অবাধে বিচরণ থাকলেও আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর প্রশাসন তা ছত্রভঙ্গ করে দেয়। অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। ওইসময় গ্রেফতার করা হয় বহু ক্যাডারকে। সম্প্রতি টেকনাফ শামলাপুরে গোপন বৈঠক থেকে গ্রেফতার করা হয়েছে আরএসও’র সাবেক সামরিক কমান্ডার হাফেজ ছলাহুল ইসলামকে (কারাগারে বন্দি)। আরএসও’র সভাপতি মাষ্টার আয়ুবসহ ১১জনের বিরুদ্ধে মামলা হয়েছে টেকনাফ থানায়। টেকনাফে বিজিবির দায়েরকৃত মামলার এজাহারভূক্ত আরএসও নেতা মাষ্টার আয়ুব, মৌলভী আবদুর রহমান ও আবু বক্করসহ পলাতক আসামিদের গ্রেফতারকল্পে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মো: আবদুল মজিদ।

এদিকে বিচ্ছিন্নতাবাদী গ্র“পকে (আরএসও) দায়ী করে মিয়ানমার সরকার বলছে, রবিবার ভোর রাতে সন্ত্রাসী হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য ও আট বিদ্রোহী নিহত হয়েছে। এ ছাড়া আরও এক পুলিশ সদস্য নিখোঁজ রয়েছে। লুটে নেয়া হয়েছে বিজিপির অস্ত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত বলবৎ রাখা হয়েছে আক্রান্ত এলাকায় জারি করা কারফিউ। অপরদিকে দেশটির গহীন অরণ্য (মিয়ানমার অভ্যন্তরে) টেংরাটিলা পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী গ্র“প আরএসও’র ঘাঁটি রয়েছে বলে সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে। টেংরা টিলা (প্রকাশ কালো পাহাড়) নাইক্ষ্যংছড়ির দৌছড়ি বিজিবি ক্যাম্প থেকে অন্তত ১৫ কিলোমিটার পাহাড়ী পথে মিয়ানমার সীমান্তে অবস্থিত। রোহিঙ্গা জঙ্গী আরএসও নেতা মাষ্টার আয়ুব, মৌলভী মৌলভী নুর হোসেন, তার ভাগিনা ওয়ামির সেলিম উল্লাহ ও আবু আবদুল্লাহ ওই ঘাঁটি পরিচালনা করে থাকে বলে সূত্রটি দাবী করেছে। সূত্রে প্রকাশ, পাকিস্তান ও আফগানিস্তান ট্রেনিং প্রাপ্ত সম্প্রতি কাতার ফেরত আরএসও’র প্রথম সারির নেতা রোহিঙ্গা জঙ্গী মৌলভী আবদুর রহিম কক্সবাজারে অবস্থানের পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে আরএসও ক্যাডারা। মিয়ানমারে সন্ত্রাসী হামলা ও অস্ত্র লুটের ঘটনায় টেকনাফে বিজিবির হাতে গুলিবিদ্ধসহ দুই যুবক আটক এবং মিয়ানমারের হস্তান্তরের পর নিজেদের বাংলাদেশী দাবী করে জাতীয় সনদ হাতিয়ে নেয়া আরএসও ক্যাডারদের অনেকে বর্তমানে গা ঢাকা দিয়েছে।

মিয়ানমারে সেনা সমাবেশ ॥ রবিবার মিয়ানমারে সন্ত্রাসী হামলায় ৯ পুলিশসহ ১৪ জনের প্রাণহানির ঘটনায় সেনা সমাবেশ করতে যাচ্ছে সেদেশের সরকার। মিয়ানমারের সেনা ও সীমান্তরক্ষীদল যৌথভাবে অভিযান পরিচালনা করে ৯ পুলিশ সদস্য হত্যার সঙ্গে জড়িতদের ধরতে সেনা সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এটি টেকনাফ থেকে অন্তত ১৫ এবং ঘুমধুম সীমান্ত থেকে অন্তত ৪২কি.মিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে সেনা সমাবেশ ঘটালেও বাংলাদেশ সীমান্তে কোন ধরণের উত্তেজনা, উদ্বেগ ও আতঙ্ক নেই। তারপরও সীমান্ত রক্ষা ও অনুপ্রবেশ রোধে বিজিবি অতিরিক্ত সতর্ককতায় টহল জোরদার করেছে।
# সূত্র জনকণ্ঠ

পাঠকের মতামত

সাবেক ৩০ ডিসি-ইউএনওসহ টেকনাফের সাবেক ইউএনওকে তলব, নির্বাচন সংস্কার কমিশনের বৈঠক আজ

বিগত সরকারের অধীনে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের প্রশ্নবিদ্ধ তিনটি নির্বাচনে কারচুপির তথ্য ...

দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার অভিযোগ

ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। রোববার ...

উখিয়া কেন্দ্রীয় দূর্গা মন্দির কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন ইমন মল্লিক

কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী উখিয়া সমাজ-শ্মশান-ভৈরব মন্দির পরিচালনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা ...

৪০০ পিস ই’য়া’বাসহ আ’ট’ক বৈষ’ম্যবিরোধী ছাত্র আ’ন্দোলনের ৩ নেতা

টাঙ্গাইলের ঘাটাইলে ৪০০ পিস ই’য়া’বাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন ছাত্র প্রতিনিধিকে আ’ট’ক করেছে ডিবি পুলিশ। ...