প্রকাশিত: ২৯/১০/২০২১ ১০:০২ এএম

উখিয়া সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী বলেছেন, আমি দশটি বছর চেয়ারম্যান হিসেবে নয়, আপনাদের খাদেম হিসেবে ছিলাম। আপনাদের সুখে দুখে সব সময় পাশে ছিলাম। আমার কাছে বিচারের লক্ষ লক্ষ টাকা জমা ছিল, কিন্তু আমি কারো আমানত খেয়ানত করিনি। কারো কাছ থেকে এক টাকা ঘুষ নিয়েছি কেউ বলতে পারবেনা। আমার পিতা নুরুল ইসলাম চৌধুরী প্রকাশ ঠান্ডা মিয়া চৌধুরী দীর্ঘ চল্লিশ বৎসর উখিয়ার মানুষের কল্যাণে কাজ করে গেছেন।আমিও আপনাদের খাদেম হিসেবে কাজ করে যেতে চাই। তাই আমাকে নৌকা মার্কায় একটি ভোট দেবেন। আমি আপনাদের ভোটের অমর্যাদা করবো না।

২৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৩ টায় অনুষ্ঠিত নৌকা প্রতিকের উক্ত বিশাল নির্বাচনী জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উখিয়া টেকনাফ আওয়ামীলীগের সাংগঠনিক টিমের প্রধান কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজা শাহ আলম, উখিয়া টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি,কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিৎ দাশ, জেলা আওয়ামী লীগের নেতা এইচ এম ইউনুছ বাঙালী, জেলা আওয়ামী লীগের সদস্য ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল হাসান, জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উখিয়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলম কন্ট্রাকটর, এটিএম রশিদ, শ্রমিক নেতা নুর মোহাম্মদ বাদশা, আবুল হোসেন মাঝি, বিভিন্ন ওয়ার্ড মেম্বার প্রার্থীসহ তৃণমূলের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...