প্রকাশিত: ০৪/০৯/২০১৯ ৭:৩৬ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের টেকনাফের নাফনদীর বাংলাদেশ সীমার অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে আটক মিয়ানমারের সীমান্তরক্ষা বাহিনী-বিজিপি’র চার সদস্যকে বুধবার ৪ সেপ্টেম্বর হস্তান্তর করা হবে। বান্দরবান জেলার ঘুমধুম সীমান্ত দিয়ে তাদেরকে ফ্ল্যাগ বৈঠকের মাধ্যমে হস্তান্তর করার প্রস্তুতি নেয়া হয়েছে। বিষয়টি কক্সবাজারের ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দুপুর ১২ টার দিকে উভয় দেশের সীমান্ত রক্ষা বাহিনীর ফ্ল্যাগ বৈঠকের মাধ্যমে আটক ৪ জন বিজিপি সদস্যকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এসময় মিয়ানমার ও বাংলাদেশের দুইটি প্রতিনিধি দল উপস্থিত থাকবেন। প্রসঙ্গত, গত ২৫ আগস্ট রোববার রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া নাফ নদীর বাংলাদেশ পয়েন্ট থেকে এ ৪ জন বিজিপি সদস্যকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করা হয়েছিলো। পরে বিজিবি’র জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের বিজিপি সদস্য বলে স্বীকার করেন। এসময় তাদের ব্যবহৃত একটি স্পিটবোট, অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারের প্যাঁচারদ্বীপে পুড়িয়ে দেওয়া হলো বিশাল প্যারাবন

কক্সবাজারের প্রতিবেশ সংকটাপন্ন প্যাঁচারদ্বীপ সৈকতে প্যারাবন উজাড় ও দখল করে কিংশুক ফার্মস লিমিটেডের রিসোর্ট তৈরির ...

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ভাই-বোন গুলিবিদ্ধ

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটির এক সদস্যের পরিবারের ...

রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ড ঠেকাতে ১২ সুপারিশের ভবিষ্যৎ কী?

উদিসা ইসলাম মার্চের শুরুতে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির দেওয়া ...