প্রকাশিত: ২৭/১১/২০১৬ ৫:৪২ পিএম

ছৈয়দ আলম, সীমান্ত এলাকা ঘুরে এসে:
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর মুসলমানদের উপর অব্যাহত নির্যাতন ও হত্যা থেকে কোনরকম বউ বাচ্ছা ও পরিবারের লোকজনকে নিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশ সীমান্তের পাড়ে এসেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য নামাজ আদায় করেন নির্যাতিত কতক মুসলিম রোহিঙ্গা। তারা আল্লাহর দরবারে মোনাজাতের মাধ্যমে মুসলিম হত্যার বিচার ও অব্যাহত নির্যাতন বন্ধেরও আকুতি জানান।tek-pic

আজ টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল নাফ নদীর তীরে হওছের দীপে নামাজ রত অবস্থায় এ দৃশ্য অবলোকন করা হয়।

মিয়ানমার থেকে পালিয়ে আসা জবর মুল্লুক জানান, তার সামনেই চাচা মোতালিবকে হত্যা করে সেনা বাহিনী। তিনি কোনরকম আল্লাহ আকবর বলে বলে গোপনে রাতের আধারে অনেক কষ্ট বাংলাদেশে চলে আসেন। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, মুই বর্মার তো বহুত হষ্ট গরি আইয়্যমর। এহন বিডিয়ারে ধরিপেলিব আঁরার হন উপায় নাই। অ আল্লাহ আঁরারে আশ্রয় দে। গতহালিয়া অইতে এহনো কিছু না হাই। এভাবে বলে বলে বার বার মুর্ছা যাচ্ছিলেন এই বৃদ্ধ লোকটি।

এভাবে হাজার রোহিঙ্গা মুসলিম আজ সামান্য আশ্রয়ের খোঁজে দিকবেদিক পালিয়ে বেড়াচ্ছেন। তাদের সাথে কথা বলে জানা গেছে, মিয়ানমারে ‘কোনো সুদর্শন মেয়ে দেখা মাত্রই তারা পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে তাদেরকে ধর্ষণ করে।’ এরপর তাদের একের পর এক হত্যা করছে।

এদিকে টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, মিয়ানমারের রোহিঙ্গারা রাতের আদারে নাফ নদী ও তৎসংলগ্ন কিছু পয়েন্ট দিয়ে নৌকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। বিজিবি সদস্যরা তাদের মিয়ানমারে ফিরিয়ে দিয়েছে অনেকবার।

তিনি বলেন, ‘এর আগেও আমরা এখানে আসা অনেক রোহিঙ্গাকে ওষুধ, খাবারসহ মানবিক সহায়তা দিয়ে ফিরিয়ে দিয়েছি।’

পাঠকের মতামত

ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার তিন

ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ইসলামী বক্তা ও দাওয়াতি ঈমানি বাংলাদেশের চেয়ারম্যান মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর উসকানিতে আখাউড়ায় ...

মারধর করে বাসচালককে ‘ভিজিটিং কার্ড’ ধরিয়ে দেন বিএনপি নেতা

আন্তর্জাতিক গণমাধ্যমের এক সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ...

রোহিঙ্গা শিবিরে ব্যবহারের জন্য ইউএনএইচসিআরের ৪৬ গাড়ির জটিলতা দ্রুত মিটবে

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের নিয়ে আসা ৪৬ গাড়ির শুল্ক ফাঁকির অভিযোগকে কেন্দ্র করে বিগত সরকারের ...

কক্সবাজারে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

নারী সহায়ক কর্মপরিবেশ তৈরি করে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। এর পাশাপাশি বৈষম্যহীন ...

কক্সবাজারে কর্মরত এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের ইউনিটস আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসানসহ ৬ জনের বিরুদ্ধে ...

ইসলামী উইন্ডো থেকে গ্রাহকের ১৮ কোটি টাকা আত্মসাৎ সোনালী ব্যাংক কক্সবাজারের উপমহাব্যবস্থাপকসহ টাকা লুট করলেন কর্মকর্তারা

আলমগীর কবির ২০১৯ সালে সোনালী ব্যাংক থেকে একটি ঋণের জন্য আবেদন করেন। আবেদন যাচাই বাছাই ...