প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ...
নিজস্ব প্রতিবেদক:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির অভিযোগে দায়ের করা মামলায় আদালতে দুই ঘন্টা আটকে রাখা বরগুনার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনকে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বরগুনা জেলা প্রশাসন।
নাগরিক সেবায় অসামান্য অবদান রাখায় এই অ্যাওয়ার্ড দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে বরগুনা জেলা প্রশাসন পরিচালিত ‘সিটিজেনস ফয়েস বরগুনা’ নামক গ্রুপে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামান।
আজ শনিবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ফেসবুকে এ তথ্য জানানো হয়।
পোস্টে অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামান উল্লেখ করেন, পাঁচটি ক্যাটাগরিতে মোট ১৬ জনকে আগামীকাল রোববার সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সংবর্ধিত করা হবে।
পাঠকের মতামত