প্রকাশিত: ০৬/০১/২০২২ ৯:২৩ এএম

নিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজারের টেকনাফে দেশীয় অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সদস্যরা। বুধবার (৫ জানুয়ারি) বিকেল আড়াইটার দিকে জাদিমুড়া ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কেফায়েত উল্লাহ (২২), মোহাম্মদ আলম (২৫), জাহির আহম্মদ ওরফে জাকির আহম্মদ (৪১), সামছু ওরফে সমছু (৩২) ও নূর মোহাম্মদ (২৫)।

এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে হ্নীলা জাদিমুড়া ক্যাম্পে অভিযান চালানো হয়। ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আটকরা পুলিশ হেডকোয়ার্টারের তালিকাভুক্ত রোহিঙ্গা ডাকাত। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সাইজের চারটি রামদা জব্দ করা হয়েছে।

টেকনাফ-১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বৃষ্টির ফোটায় পুরো পিচ্ছিল : দুর্ঘটনা ও দীর্ঘ যানজট

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক থেকে ঝরে পড়া মাটির প্রলেপের উপর বৃষ্টি পড়ায় পিচ্ছিল হয়ে গেছে । ...

সেন্টমার্টিনে “পরিবেশ সংরক্ষণে পর্যটনের ভুমিকা” শীর্ষক কর্মশালা

কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব খানের সঞ্চালনায় সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের হল রুমে “পরিবেশ সংরক্ষণে পর্যটনের ...