ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৪/২০২৩ ১১:৩৬ এএম

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সেনাপ্রধানের পক্ষ থেকে কক্সবাজার অঞ্চলের রামু উপজেলায় বসবাসরত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮-এপ্রিল) সকালে কক্সবাজারের রামু উপজেলার রামু বাজার, পাঞ্চেখানা বাজার, থোইংগ্যাকাটা এবং পানের ছড়া নামক স্থানে ৮০০ অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে চাল-১০ কেজি, চিনি-১ কেজি, সয়াবিন তেল-১ কেজি, ডাল-১ কেজি, আটা -২ কেজি, লবন-০.৫ কেজি, সেমাই- ২ প্যাকেট সমন্বিত খাদ্য প্যাকেট বিতরণ করা হয়।
এসময় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম, সদর দপ্তর ৬৫ পদাতিক ব্রিগেড কমান্ডার উপস্থিত থেকে দরিদ্র জনগণের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ঈদ সামগ্রী বিতরণ শেষে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম বলেন, আমাদের সমাজে অনেকেই আছেন যারা হয়তো ঠিকমতো ঈদ করতে পারেনা। তাদের জন্য আমাদের সেনাপ্রধানের পক্ষ থেকে এই ঈদ সামগ্রী উপহার হিসেবে দেয়া হলো

পাঠকের মতামত

কক্সবাজার থেকে শীঘ্রই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ইঙ্গিত চীনা কর্মকর্তার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে দ্রুততম সময়ে পরীক্ষামূলকভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশাবাদী চীন। ...

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...