প্রকাশিত: ২২/০৩/২০১৭ ৯:০৮ এএম

নিউজ ডেস্ক::
মায়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট পাচারে নিত্য নতুন কৌশল অবলম্বন করছে পাচারকারীরা। তল্লাশিতে প্রতিদিনই ধরা পরছে ইয়াবা ট্যাবলেট। তবে এবার এক পাচারকারীর অভিনব কৌশল দেখে খোদ নিরাপত্তা বাহিনীর সদস্যরাই অবাক হয়েছেন। মঙ্গলবার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পুরানত বাস স্টেশন এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই পাচারকারী দেহে কৃত্রিম অন্ডকোষ তৈরী করে তার মধ্যদিয়ে ইয়াবা পাচার করছিল। আটক যুবকের নাম অলি অহম্মদ (২৮) তার বাড়ি উপজেলার চাকঢালার ঘোনার পাড়া এলাকায়। তবে পুরানত বাস স্টেশন এলাকায় বিজিবির চেক পোস্ট অতিক্রম করার সময় শেষ রক্ষা হয়নি তার। দেহ তল্লাশির সময় হঠাৎ সদস্যদের নজর পরে অলি আহম্মদের দুটি অন্ডকোষের থলের দিকে।

স্বাভাবিকভাবে মানুষের দেহে একটি অন্ডকোষ থাকলেও অলি আহম্মদের ছিল দুটি। তল্লাশির একপর্যায়ে কৃত্রিম অন্ডকোষ থেকে বেরিয়ে আসে এক হাজার ইয়াবা ট্যাবলেট। বিজিবি আটক করে অলি আহম্মদকে। এ সময় ঘটনাটি দেখতে সেখানে মানুষের ভিড় জমে যায়।

জিজ্ঞাসাবাদে অলি আহম্মদ জানায় চাকঢালা সীমান্ত থেকে অল্প দামে কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সে এই পন্থা অবলম্বন করে ছিলো। সীমান্ত এলাকা দিয়ে দেশের অভ্যান্তরে নানা ভাবে পাচারকারীরা ইয়াবা পাচার করলেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বেশির ভাগ সময়েই তারা ধরা পড়ছে এসব ইয়াবা। তবে পাচারকারীদের নতুন নতুন কৌশলের ক্ষেত্রে অনেক সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হয়। সেমনটি হয়েছেন অলি আহম্মদের কৌশলে।

এ বিষয়ে অভিযানকারী বিজিবির কর্মকর্তা সুবেদার তারিকুল ইসলাম জানান, এতোদিন ইয়াবা পাচারে নানা কৌশল থাকলেও এটি ছিল একেবারেই অভিনব। তবে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে পাচারকারী ধরা পড়ে। ইয়াবা পাচার বন্ধে সীমান্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তারা।

পাঠকের মতামত

জামিনে মুক্তি পেলেন উখিয়ার পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান গফুর উদ্দিন, গ্রামে আনন্দের বন্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ...

কক্সবাজার জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প থেকে ৪৪০৯ জনের নাম বাতিল

কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) পুনর্বাসনের চার হাজার ৪০৯ জনের তালিকা বাতিল করা হয়েছে। ...

জনগণ সচেতন হলে মব-চাঁদাবাজি বন্ধ হবে: কক্সবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স ...