উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০২/২০২৩ ৭:৪৮ এএম

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের আশপাশের গ্রামে অনুপ্রবেশ ঠেকাতে তুমব্রুতে সর্বশেষ অবস্থানরত অনিবন্ধিত রোহিঙ্গাদের নতুন তালিকা প্রনয়ণ করেছে ঘুমধুম ইউনিয়ন পরিষদ।বৃহস্পতিবার ( ১৬ ফেব্রুয়ারী) দিনব্যাপী করা নতুন তালিকায় ২৩৯ অনিবন্ধিত রোহিঙ্গার হদিস মিলেছে এ পর্যন্ত।

যারা গত ১৮ জানুয়ারী বাস্তুচ্যুত হয়ে শূন্যরেখা থেকে পালিয়ে এসে তুমব্রু গ্রামে আশ্রয় নিয়েছিল। যারা এতো দিন কোনোভাবেই নিবন্ধিত হতে পারেনি তারাই নতুন তালিকায় স্থান পেয়েছে বলে জানিয়েছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ।
তিনি বলেন,নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মার নির্দেশে তিনি ৬ জন গণনাকারী নিয়ে এ রোহিঙ্গাদের নতুন তালিকা করেন। যাতে পাওয়া যায় ৬৮ পরিবারের ২৩৯ জন রোহিঙ্গা।
নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন, তুমব্রুতে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করা সর্বশেষ অনিবন্ধিত রোহিঙ্গাদের নতুন তালিকা করতে ঘুমধুমের চেয়ারম্যান জাহাঙ্গির আজিজকে নির্দেশ দেয়া হয়। তিনি তা করেছেন যথা সময়ে। এবার বাকী সিদ্ধান্ত দেবেন জেলা প্রশাসন।

পাঠকের মতামত

কেএনএফ ক্যাম্পে অভিযানের সময় বিস্ফোরণে সেনাসদস্য নিহত

বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রশিক্ষণ ক্যাম্প নিয়ন্ত্রণে নেওয়ার সময় বিস্ফোরণে সেনাবাহিনীর এক জন ...