উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/১১/২০২৪ ১০:৪৩ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১৪ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে তাদেরকে আটক করা হয়। পরে তাদের ‘পুশব্যাক’ করে বিজিবি।

সীমান্তের তুমব্রু জলপাইতলী পয়েন্টের ৩২ নম্বর পিলার হয়ে অনুপ্রবেশ করে তারা। স্থানীয়রা তাদেরকে দেখতে পেয়ে ১৪ রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা। এরপর তাদেরকে ঘুমধুম বিওপির বিজিবি জোয়ানদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে সীমান্ত পিলার ৩৩ নম্বর মিয়ানমারের অভ্যন্তরে ঢুরি নামক স্থানে অনুপ্রবেশের জন্য জোড়া হন অনুমানিক ২ শতাধিক রোহিঙ্গা। ওই দিন সীমান্ত পেড়িয়ে তারা অনুপ্রেবশ করতে ব্যর্থ হয়।

বিজিবি সূত্রে জানায়, আটক হওয়া ব্যক্তিরা দুই পরিবারের।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনুপ্রবেশ করা ১৪ রোহিঙ্গাকে ঘুমধুমের বাইশপাড়ী সীমান্তে দিয়ে পুশব্যাক করেছে বিজিবি।

পাঠকের মতামত

বদি ভেতরে ইয়াবা ‘বাইরে’

কক্সবাজারে (টেকনাফ-উখিয়া) আওয়ামী লীগের সাবেক এমপি আবদুর রহমান বদি সরকারি তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক। কথিত ...

রোহিঙ্গা সংকটে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে নতুন মার্কিন উদ্যোগ

রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা ও জীবিকা উন্নয়নে নতুন মার্কিন উদ্যোগ নেওয়া হয়েছে। কক্সবাজার এবং ...