প্রকাশিত: ১৪/১১/২০১৭ ৯:২২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:০৮ এএম

সংবাদ বিজ্ঞপ্তি::
কক্সবাজারের কৃতি সন্তান ও ব্র্যাক বিদ্যালয়ের শিক্ষক ডঃ জিয়া উদ্দীন আহমদ ২০১৬ সালের শ্রেষ্ঠ গবেষক শ্রেষ্ঠ গবেষক নির্বাচিত হয়েছেন। তাঁর গবেষনার বিষয় ছিল multimedia (audio & video) signal processing। তিনি সদরের ঝিলংজা ইউনিয়নের মকবুল সওদাগর পাড়ার মাওলানা গোলাম কাদের সওদাগরের মেজ সন্তান। ডঃ জিয়া উদ্দীন আহমদ একবছর আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক হিসাবে যোগদান করেন। এর আগে তিনি অান্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার এ সাফল্যে এলাকাবাসী গর্বিত। কক্সবাজারের কৃতি সন্তান ডঃ জিয়াউদ্দীন আহমদকে এলাকাবাসীর পক্ষে থেকে শুভেচ্ছ ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলম শামস্।

পাঠকের মতামত

নিরাপত্তারক্ষীর কাজ করে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এখন বিসিএস ক্যাডার

গল্প-আড্ডায় বিশ্ববিদ্যালয়জীবনটা উপভোগের সুযোগ আবদুল মোত্তালিবের হয়নি। দুপুর গড়ালেই তাঁকে ছুটতে হতো কাজে। অসচ্ছলতার কারণে ...