প্রকাশিত: ১৪/১১/২০১৭ ৯:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:০৭ এএম

হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে জেডিসি পরীক্ষার একমাত্র রঙ্গিখালী কেন্দ্র অসদুপায় অবলম্বনের দায়ে ৩ জন পরীক্ষার্থীদের বহিস্কার করা হয়েছে।
জানা যায়, ১৪ নভেম্বর সকালে জেডিসি পরীক্ষার ইংরেজী ২য়পত্রের পরীক্ষা চলাকালীন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা জেডিসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৮নং কক্ষ বাহারছড়া তাহফিমূল কোরআন মাদ্রাসার একজন ছাত্র, ১৪ নং কক্ষ হতে মৌলভীবাজার জমিরিয়া মাদ্রাসার একজন ছাত্র, ১৬ নং কক্ষ হতে বাহারুল উলুম মাদ্রাসার এক ছাত্রকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা এই সংবাদের সত্যতা নিশ্চিত করেন। গত কিছুদিন আগে বিভিন্ন পত্রিকা ও অন-লাইনে ঐ কেন্দ্রের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...