প্রকাশিত: ১৬/০৯/২০১৬ ৮:১৮ পিএম

mail-google-comশামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাইশারী এসোসিয়েশনের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে এক ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ১৪ই সেপ্টেম্বর বুধবার বিকাল ৩ ঘটিকার সময় বাইশারী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনে সভাপতি এডভোকেট মুর্শেদুল ইসলাম রুবেল।

এসোসিয়েশনের সদস্য মোঃ জিয়াউল হকের পরিচালনায় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী উচ্চ বিদ্যালয়ে প্রবীন শিক্ষক জয়নাল আবেদনীন, বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোছাইন, বাইশারী শাহ্ নুরুদ্দিন দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মওঃ নুরুল হাকিম, বাইশারী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ সাহাব উদ্দিন, ইউপি সদস্য আবু তাহের, পল্লী ডাঃ নুরুল আমীন, সমাজ সেবক ইলিয়াছ সওঃ, সাংবাদিক আব্দুল হামিদ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এসোসিয়েশনে সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মুর্শেদুল ইসলাম রুবেল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এসোসিয়েশনের মূল লক্ষ্য উদ্দেশ্য হল এলাকার সকল ছাত্র-যুবকদের নিয়ে গঠিত এসোসিয়েশন এলাকার ঝড়েপড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের সার্বিক সহযোগিতা, অসুস্থ-গরীব অসহায়দের চিকিৎসা সেবা প্রদান, দুস্থ মানুষদের আর্তমানবতার সেবায় কাজ করার সহ বিভিন্ন লক্ষ্য নিয়ে এর যাত্রা শুরু হয়েছে। তিনি উপস্থিত সকল ছাত্র-জনতাকে দেশ বিরোধী ষড়যন্ত্র ও জঙ্গিবাদ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বানের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম বলেন, সকল ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হলে দেশকে অবশ্যই আরো উন্নত শিখরে পৌঁছানো সম্ভব সহ সকল ভাল কাজে তিনি যতদিন পরিষদের দায়িত্ব থাকবেন অত্র এসোসিয়েশনকে সার্বিক সহযোগিতার আশ্বস্থ করেন। পাশাপাশি পরিষদের দায়িত্ব না থাকলেও সবসময় এসোসিয়েশনের পাশে থাকবেন বলে জানান। তিনি আরো বলেন, শিক্ষিত জাতি একমাত্র দেশকে এগিয়ে নিতে পারে বলে তিনি মনে করেন। তাই তিনি সকলকে একত্রিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক কামাল হোছাইন, প্রবীন শিক্ষক জয়নাল আবেদীন, অধ্যক্ষ নুরুল হাকিম, সাংবাদিক আব্দুল হামিদ, সমাজ সেবক মোঃ ইলিয়াছ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র তহিদুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেলোয়ার হোসেন, এন.কে রাশেদ, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, আব্দুর রহিম, আবুল কালাম, এহসানুল হক প্রমূখ।

পাঠকের মতামত