প্রকাশিত: ১৬/০৯/২০১৬ ১০:৩১ এএম , আপডেট: ১৬/০৯/২০১৬ ২:২০ পিএম
উখিয়ায় বিধ্বস্ত হেলিকপ্টার

শহিদুল ইসলাম, উখিয়া ::
কক্সবাজারের উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়া ঘাটঘর এলাকায় যাত্রীবাহী একটি হেলিকপ্টার বিধস্ত হয়ে ১জন নিহত ও অপর ৪জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে আহতদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে এ দুঘর্টনাটি ঘটে। বেসরকারি কোম্পানীর মালিকানাধীন মেঘনা এভিয়েশনের হেলিকপ্টারটি উখিয়া ইনানীতে তারকা মানের সী-পাল হোটেল থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফেরার পথে এ দুঘর্টনা ঘটে।picture2-max-width-640-max-height-480

সরেজমিনে স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছে, হেলিকপ্টারটি সমুদ্রের ঢেউরের সাথে প্রায় ছোঁ ছোঁ অবস্থায় উঠছিল। হঠাৎ কোন কিছু বুঝে উঠার আগেই হইত সমুদ্রের ঢেউয়ের সাথে আছড়ে উপকূলের চড়ে বিকট শব্দে হেলিকপ্টারটি বিধস্ত হয়ে যায়। শব্দ শুনে স্থানীয় লোকজন ও সোনার পাড়া রেজু ব্রিজ বিজিবি ক্যাম্পে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনা স্থলে পৌছে উদ্ধার তৎপরতা শুরু করে। দায়িত্বরত বিজিবি সদস্যও স্থানীয় লোকজন বিধস্ত হেলিকপ্টরের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় পর্যটক যাত্রী হেলিকপ্টারের পাইলট ইউং কমন্ডার মুহাম্মদ শফিকুর রহমান, যাত্রী শাহ্ আলম, সাগর, শরিফুল সহ ৫ জনকে উদ্ধার করে কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পেরন করে। নিহত যুবক শাহ আলম (৪০)। সেই ঢাকার একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরীরত রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। ঘটনা স্থলে দেখা গেছে মেঘনা এভিয়েশনের মালিকাধীন মেঘনা গ্র“প-আর ৬৬, এস২- এআইবি, ছোট ধরনের হেলিকপ্টারটি শুক্রবার সকালে ঢাকা থেকে অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে উখিয়ার ইনানী সী পাল হোটেলে নামিয়ে দিয়ে ফিরতি পথে অপর যাত্রীদের নিয়ে ঢাকা ফিরছিল। ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার উখিয়া সার্কেল আবদুল মালেক মিয়া উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, ওসি আবুল খায়ের ঘটনাস্থলে উপস্থিত হন। উখিয়া থানার ওসি আবুল খায়ের asa-max-width-640-max-height-480সাতক্ষীরা জেলার শাহ আলম নামের একযাত্রীর মৃত্যু কথা নিশ্চিত করেছেন এবং ওই হেলিকপ্টারটি সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে ইনানী তারকামানের হোটেল সী পালে ল্যান্ড করেন বলে জানিয়েছেন। এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত বিধ্বস্ত হেলিকেপ্টারের ধ্বংসাবশেষ এখনো উদ্ধার করা হয়নি। এ সময় আরো উপস্থিত ছিলেন বিজিবি, ফায়ার সার্ভিস, নৌবাহীনি ও বিমান বাহীনির উর্ধ্বতন কর্মকর্তারা। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হই।

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...

খাদ্য সংকটে সেন্টমার্টিন

হেলাল উদ্দিন সাগর :: বৈরী আবহাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ...