প্রকাশিত: ১৮/০৬/২০১৬ ১২:৪৮ পিএম

13412902_1002417946520368_8666612703475354075_nডেস্ক রিপোর্ট ;:

শেষ ধাপের নির্বাচনে কক্সবাজারের উখিয়া উপজেলার ৫ ইউনিয়নের নির্বাচিতদের শপথ অনুষ্টানে ঘুমিয়ে পড়লেন এক মেম্বার। তার ঘুমের অবস্থা দেখে অন্যান্য মেম্বার ও জনপ্রতিনিধিদের মাঝে হাস্যরস শুরু হয়। ১৮ জুন সকাল ১০ টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: আলী হোসেনসহ অন্যান্য কর্মকর্তাদের সম্মুখে উক্ত মেম্বার ঘুমিয়ে পড়েন। সরেজমিন দেখা গেছে, উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মীর আহমেদসহ সকল জনপ্রতিধিদের শপথ বাক্য শেষ করার পরপরই সে ঘুমিয়ে পড়ে। প্রায় ৫ মিনিটের ঘুমে তখন জেলা প্রশাসক মো: আলী হোসেন স্বাগত ও নীতি নির্ধারনী বক্তব্য রাখছিলেন। তখন মীর আহমেদ মেম্বার ঘুমেই স্বাগত বক্তব্য অনুভব করেন। পরে অবশ্য পার্শ্বোক্ত লোকজন ও বিকট সাউন্ডের আওয়াজে তার ঘুম ভাঙ্গে। এ ব্যাপারে ঘুম পাড়ানো মেম্বার মীর আহমেদ জানান, তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডিসি বক্তব্য দিচ্ছেন সেটা আমার শোনার দরকার নেই। ওনি যেগুলো বলবে সেগুলো সব মুখস্থ আমার। আমি ৭ বারের নির্বাচিত মেম্বার। আমি তার বক্তব্য না শুনার জন্য ঘুম গিয়েছিলাম। জেলা প্রশাসক মো: আলী হোসেন বলেন, শপথ অনুষ্টানে ঘুম যাবে সেটা কখনো হতে পারেনা। দ্রুত তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সূত্র কক্সবাজার আলো

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...