প্রকাশিত: ০৯/০৫/২০১৭ ৮:৫৪ পিএম

সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ফারিবিল এলাকায় পালংখালী উচ্চ বিদ্যালয় স্কুল ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান জাবু (১৬) হত্যার ঘটনায় মোহাম্মদ সেলিম উরফে রেজভীকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নিহতের ভাই লুৎফুর রহমান বাদি হয়ে গত সোমবার উখিয়া থানায় এ হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১১। মামলার আসামিরা হলেন- নুর আলমের ছেলে মোহাম্মদ সেলিম উরফে রেজভী (২১), মৃত রশিদ আহম্মেদের ছেলে জাফরুল ইসলাম উরফে বাবুল (৩৭), ছগির আহম্মদের ছেলে শাহরিয়ার শাকিল (২২), তার ভাই ইশতিয়াক কামাল আহম্মদ শামিম (২৪), হাফেজ জালাল আহম্মদের ছেলে আরফাতুল ইসলাম (২৫), মৃত রশিদ আহম্মদের ছেলে মিজানুর রহমান (২৪), মৃত নজির আহম্মদের ছেলে সামশুল আলম (৪৮), আবু ছৈয়দের ছেলে বদিউর রহমান (২৫), তার ভাই আজিজুর রহমান উরফে কালাচান (৩০), নুর মোহাম্মদ ফকিরের ছেলে মোহাম্মদ ইসমাইল (২২), তার ভাই মোহাম্মদ নুর (৩০) ও ছৈয়দ নুরের ছেলে মোহাম্মদ রাসেল (৩০)। সবার ঠিকানা উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায়। মামলার বাদি লুৎফুর রহমান বলেন, রোববার রাতে পালংখালী উচ্চ বিদ্যালয়ের কমিটি নিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে। হত্যার সাথে জড়িত ১২ জন বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেছি। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পালংখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের ভাই লুৎফুর রহমান। মামলাটি আমি নিজেই তদন্ত করছি এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। প্রসঙ্গত: রোববার (৭ মে) রাত ৮টার দিকে মুজিবুর রহমান জাবু (১৬) প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে নিহত হয়। নিহত মুজিবুর ফারিরবিল এলাকার মৃত জাফর আলমের ছেলে এবং পালংখালী উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছিল। পালংখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের নব গঠিত কমিটিতে নিহত মজিবুর সভাপতি নির্বাচিত হয়। কমিটি ঘোষণার পর থেকে একটি দল পদ না পেয়ে বেপরোয়া হয়ে উঠে। এর জের ধরে প্রতিপক্ষ ছাত্রলীগ নামধারী শাকিল ও রিজভী তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।

পাঠকের মতামত

উখিয়াবাসীর স্বপ্ন পূরণ করতে চাই – জাহাঙ্গীর কবির চৌধুরীর বিবৃতি

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষাপটে নিজের ফেসবুক প্রোফাইলে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ...