প্রকাশিত: ১২/০২/২০১৭ ৯:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক::
টেকনাফ হ্নীলার রংগীখালী নৃশংস জোড়া খুনের ঘটনায় জড়িত ৬ আসামীকে কারাগারে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত। ১২ ফেব্রুয়ারী দুপুরে হত্যাকারীরা কক্সবাজার আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে না মঞ্জুর করে আদালত সাথে সাথে তাদের কারাগারে প্রেরণ করেছে। হত্যা মামলার আসামীরা হলেন, জোড়া খুন এবং সোনা মিয়া হত্যা মামলার ২নং আসামী রংগীখালী মৃত কবির আহমদের ছেলে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিন, গুরা মিয়ার ছেলে ফায়সাল, আসকর আলী, নজির আহমদের ছেলে সাকের, মজুনার ছেলে মোহাং হোছন বদায়্যা, আমির আলীর ছেলে দেলোয়ার হোছাইন। ২০১৩ সনের ২৪ অক্টোবর আসামী হেলাল উদ্দিনের নেতৃত্বে যুবদল নেতা ছৈয়দুল আমিন ও শাহ জালালকে দিন দুপুরে নৃশংস ভাবে হত্যা করা হয়। ঘটনার ৫দিন পর টেকনাফ থানায় জোড়া খুনের ঘটনায় ১টি হত্যা মামলা দায়ের হয়। যার নং-১৭, তাং-২৯/১০/২০১৭ইং। মামলার বাদী শাহ আলম, আইনজীবি আমির হোছাইন, ও সেলিমুল মোস্তফা সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকারীরা আজ আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে বিজ্ঞ আদালত না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন।#

পাঠকের মতামত

১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ ...

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...