প্রকাশিত: ১৯/০১/২০১৭ ৬:৩৬ পিএম , আপডেট: ১৯/০১/২০১৭ ৬:৩৭ পিএম

চকরিয়া প্রতিনিদি;;
কক্সবাজারের চকরিয়া-মহেশখালী সড়কে সিএনজিচালিত অটোরিক্সা ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে আবদুল মামুন (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ৫ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চকরিয়া-মহেশখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল মামুন চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম গুনদন্ডি এলাকার নোয়াব আলী সওদাগরের ছেলে।

আহতরা হলেন- চট্টগ্রামের বোয়াখালীর পূর্ব গুনদন্ডির মৃত আবদুর রশিদের ছেলে জসিম উদ্দিন (৩৫), একই উপজেলার পশ্চিম গুনদন্ডির বদি আলম (৫৫), পেকুয়া উপজেলার মগনামা এলাকার মনুর আলীর ছেলে এমতাজুল হক (৫০), মহেশখালী উপজেলার বড় মহেশখালীর মৃত সাদেক আলীর ছেলে মো. শফি (৫০) এবং সিএনজিচালক বদরখালীর বাজার পাড়া এলাকার কামাল উদ্দিন মেম্বারের ছেলে নুর হোসেন (২২)।

চকরিয়া থানা এসআই গোবিন্দ চন্দ্র দাশ জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় ৫জনকে চমেকে ভর্তি করানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তবে এদের মধ্যে দুই জনের অবস্থা খুবই আশংকাজনক।

পাঠকের মতামত

কক্সবাজারে আজরাইল গ্রেফতার

কক্সবাজারের মহেশখালীর আলোচিত সিরিয়ার কিলার মো. লোকমান ওরফে আজরাইলকে গ্রেফতার করেছে র‍্যাব। দীর্ঘ দুই দশক ...

পুলিশ থেকে বাঁচতে জীবনটাই দিলেন সিএনজিচালক

গ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিলিন্ডার বিস্ফোরণে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। পুলিশ দেখে পালাতে গিয়ে ...