প্রকাশিত: ২০/১২/২০১৬ ৭:২০ এএম

প্রেস বিজ্ঞপ্তি ॥

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ প্রশাসক খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরীর গণ সংযোগ ও মতবিনিময় সভা অব্যহত রয়েছে।  আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার- প্রচারণা অংশ হিসেবে গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় কক্সবাজার সদর ইউনিয়নের ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান ও ইউপি সদস্যবৃন্দদের সাথে এক সৌজন্য স্বাক্ষাৎ করেন। একই দিন বেলা ১২টায় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাবুদ ও ইউপি সকল সদস্যবৃন্দদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন এবং বিকাল ৩টায় উখিয়া উপজেলার হলুদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলমের বাস ভবনে ইউপি সকল সদস্যদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরীকে পেয়ে সকলে আনন্দিত হয় এবং প্রিয় নেতাকে পেয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে আনারস মাকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আশ্বাস প্রদান করেন। এতে এক সংক্ষিপ্ত বক্তব্যে মোস্তাক আহমদ চৌধুরী বলেন, জেলার সার্বিক উন্নয়নে আনারস মার্কায় ভোট প্রদান করে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভোটারদের সহযোগিতা কামনা করেন। তিনি উন্নয়নের স্বার্থে সকল স্তরের জন প্রতিনিধিদের সম্মান অক্ষুন্ন রেখে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। উক্ত মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, হলুদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো.শাহ আলম, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, রতœাপালং ইউপি চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া,  কক্সবাজার জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মনিরুল আলম চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা আবুল মনসুর চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা সরওয়ার কামাল, সাংবাদিক জহিরুল ইসলাম চৌধুরী, রামু উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, চৌফলদন্ডী ইউপির সাবেক চেয়ারম্যান মো. আলম, মাস্টার সনজিৎসহ প্রমূখ।

পাঠকের মতামত