প্রকাশিত: ২৭/০১/২০২০ ৯:৪৬ এএম
ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রামের আঞ্চলিক গান ‘চাটগাঁইয়া নওজোয়ান আরা হিন্দু-মুসলমান’ নিজের মুখে প্রথম কলি গাইলেন প্রধানমন্ত্রী। এরপর সে গান আবার শোনার বায়না ধরলেন। গানের বাকি অংশ আবার গাইলেন সবাই মিলে, প্রধানমন্ত্রী নিজেও হাত তালি দিতে দিতে তা শোনলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিটিভি কেন্দ্রের ১২ ঘণ্টার সম্প্রচার উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর অনুরোধে এমনই এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হল।

|
রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘণ্টার সম্প্রচারের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সময়ে তিনি চট্টগ্রাম ওয়াসার চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্পের আওতায় হালদা নদীর পাড়ে নির্মিত শেখ রাসেল পানি শোধনাগারেরও উদ্বোধন করেন। এই শোধনাগার থেকে প্রতিদিন ৯ কোটি লিটার পানি পাওয়া যাচ্ছে।

এসব প্রকল্প উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের সময় চট্টগ্রাম প্রান্তের অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

https://www.facebook.com/540234092674772/posts/2948066008558223/

এ সময় উপস্থিত ছিলেন- সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইব্রাহীম, বিটিভির মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, পুলিশ সুপার এস এম রশিদুল হক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম প্রমুখ।

পাঠকের মতামত

উখিয়াবাসীর স্বপ্ন পূরণ করতে চাই – জাহাঙ্গীর কবির চৌধুরীর বিবৃতি

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষাপটে নিজের ফেসবুক প্রোফাইলে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ...

ইসলামপুরে আটক রোহিঙ্গা যুবককে কুতুপালং ক্যাম্পে হস্তান্তর

জামালপুরের ইসলামপুরে অচেতন অবস্থায় উদ্ধার মো. রোবেল (২২) নামের সেই রোহিঙ্গা যুবককে কক্সবাজারের কুতুপালংয়ের ট্রানজিট ...