প্রকাশিত: ১৬/০১/২০২০ ৭:১৬ পিএম

ডেস্ক রিপোর্ট::
রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের নিপীড়নের ঘটনায় চলতি মাসেই মিয়ানমার সরকারের তদন্ত প্রতিবেদন প্রকাশ হতে যাচ্ছে। তবে প্রতিবেদনে দেশটির সেনাবাহিনীকে আদৌ অভিযুক্ত করা হবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন অধিকারকর্মী ও স্বাধীন পর্যবেক্ষকরা।

২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে নামে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এই অভিযানে রোহিঙ্গাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, নারী ও কিশোরীদের ধর্ষণ, হত্যা ও নির্যাতনের অভিযোগ ওঠে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। প্রাণে বাঁচতে ওই সময় সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। মানবাধিকার সংগঠনগুলি মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগ তোলে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে এ ঘটনাকে রোহিঙ্গাদের ‘জাতিগত নির্মূলের প্রচেষ্টা’ বলে উল্লেখ করা হয়। মিয়ানমার এই গণহত্যা বা জাতিগত নির্মূলের অভিযোগ অস্বীকার করে আসছে। গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানিতে মিয়ানমার নেত্রী অং সান সুচিও এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে রাখাইনে নিরাপত্তা বাহিনী কোনো নির্যাতন চালালে তদন্ত সাপেক্ষে দেশীয় আদালতে জড়িতদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রোহিঙ্গা ইয়ুথ অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক খিন মং বলেছেন, ‘গণহত্যাকারী মিয়ানমার সরকারের গঠিত তদন্ত কমিশনকে আমরা বিশ্বাস করি না। কারণ রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত যে কোনো অপরাধ তদন্তে সরকার আন্তরিক নয়’।

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, রোহিঙ্গা নির্যাতনে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের কার্যক্রম নিয়ে প্রথম থেকেই সংশয় রয়েছে।

এর কারণ হচ্ছে, মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র জ হতে বলেছিলেন, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক গোষ্ঠী যে মিথ্যা অভিযোগ করেছে তার জবাব দিতেই কমিশন গঠন করা হয়েছে।

কমিশনের প্রধান ফিলিপাইনের কূটনীতিক রোজারিও মানালো বলেছেন, ‘কমিশন কাউকে দোষারোপ করবে না’।

ইয়াঙ্গুনভিত্তিক স্বাধীন বিশ্লেষক ডেভিড ম্যাথিসন বলেছেন, স্বাধীন তদন্ত কমিশন হচ্ছে কিছু নির্যাতনের দোষ স্বীকার করে , রোহিঙ্গা সন্ত্রাসীদের দোষারোপ করে সেনাবাহিনীকে দোষমুক্ত রাখার একটি প্রয়াস এবং এর মাধ্যমে বলা যে, পশ্চিমাদের প্রতিবেদন বানোয়াট’।

পাঠকের মতামত

৫ বছর পর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু জান্তাশাসিত মিয়ানমারে

অবশেষে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের ...

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

‘গ্লোবাল রিফিউজি ফোরাম (জিআরএফ) প্রোগ্রেস রিভিউ ২০২৫’ শুরু হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ...