প্রকাশিত: ১২/১২/২০১৯ ৭:২২ এএম , আপডেট: ১২/১২/২০১৯ ৭:২৩ এএম

উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহ গ্রামে নির্মম হত্যাকান্ডের শিকার টমটম চালক মাহবুব হত্যাকারীদের ধরতে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে বলে জানালেন উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার।

বুধবার অনুষ্টিত উখিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ওসি তদন্ত।

নুরুল ইসলাম মজুমদার আরো বলেন,নির্মম এ হত্যাকান্ডটি সংঘটিত হওয়ার পর উখিয়া থানা পুলিশ হত্যায় অভিযুক্ত আসামীদের গ্রেফতারে একাধিক অভিযান পরিচালনা করে। কিন্ত আসামিরা পালিয়ে যাওয়ার তাদের গ্রেফতার করা যায়নি। তবে তাদের গ্রেফতারে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। থানা পুলিশ আন্তরিকতা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অচিরেই আসামীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল মান্নান, উখিয়া সহকারী কমিশনার ভূমি আমিমুল এহসান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন,পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী,জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, রাজাপালং ইউনিয়নের সদস্য মৌলভী বখতিয়ার আহমদ।এ সময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর ভোররাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহ বিল গ্রামে টমটম চালক মাহবুল আলম প্রকাশ মাহাবু (২৫) কে এলাকার চিস্থিত সন্ত্রাসীরা গলাটিপে হত্যা করে পাশ্ববর্তী ধান ক্ষেতে ফেলে দেন। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়াবাসীর স্বপ্ন পূরণ করতে চাই – জাহাঙ্গীর কবির চৌধুরীর বিবৃতি

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষাপটে নিজের ফেসবুক প্রোফাইলে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ...

ইসলামপুরে আটক রোহিঙ্গা যুবককে কুতুপালং ক্যাম্পে হস্তান্তর

জামালপুরের ইসলামপুরে অচেতন অবস্থায় উদ্ধার মো. রোবেল (২২) নামের সেই রোহিঙ্গা যুবককে কক্সবাজারের কুতুপালংয়ের ট্রানজিট ...