প্রকাশিত: ০১/১২/২০১৯ ৯:৪৩ এএম , আপডেট: ০১/১২/২০১৯ ৯:৪৬ এএম

উখিয়ায় সন্ত্রাসীরা গলা টিপে নির্মম ভাবে এক টমটম চালক কে হত্যা করেছে।

রবিবার ভোরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহ বিল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত টমটম চালক হলেন মাহবুল আলম প্রকাশ মাহাবু (২৫)।

সে উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহ বিল হাতিমোরা গ্রামের গুরা মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্হানীয়রা জানিয়েছেন এলাকার কতিপয় সন্ত্রাসীরা টমটম চালককে গলাটিপে হত্যা করে পাশ্ববর্তী ধান ক্ষেতে ফেলে দেন।

স্হানীয়রা উখিয়া থানায় খবর দেন।ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ করে থানায় নিয়ে আসেন।

ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। ইউপি সদস্য ইকবাল বাহার সত্যতা স্বীকার করেন।

উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...