প্রকাশিত: ১৭/০৯/২০১৯ ৮:৪০ পিএম , আপডেট: ১৭/০৯/২০১৯ ৮:৪৯ পিএম

বার্তা পরিবেশক::

দেশের হক্কানী বক্তাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জাতীয় ওয়ায়েজীন পরিষদ বাংলাদেশ ককসবাজার জেলা শাখার মতবিনিময় সভা ও জেলা কাউন্সিল ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার মাশরাফিয়া তাহফিজুল কুরআন মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীণ আলেমেদ্বীন মাওলানা হাফেজ আব্দুল হক সাহেব,মুহাদ্দিস এমদাদুল উলুম মাদরাসা জোয়ারিয়ানালা রামু।

মুফতি রিদওয়ানুল কাদিরের সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আল্লামা মুফতি মুজিবুর রহমান চাটগামী কেন্দ্রীয় সভাপতি জাতীয় ওয়ায়েজীন পরিষদ বাংলাদেশ।
প্রধান বক্তা ছিলেন, ওয়ায়েজীন পরিষদের
সহ-সভাপতি মাওলানা আজহারুল ইসলাম আজমী, বিশেষ বক্তা ছিলেন, ওয়ায়েজীন পরিষদের মহাসচিব মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, মাওলানা মুহসিন শরীফ
পরিচালক আজিজুল উলুম মাদরাসা রাজারকুল রামু। মাওলানা ইমাম জাফর সাহেব গোমাতলী কক্সবাজার। মাওলানা হাফেজ সালামতুল্লাহ সাহেব পরিচালক মাশরাফিয়া মাদরাসা লিংকরোড, কক্সবাজার। মাওলানা আব্দুল খালেক নিজামী খতীব বদর মোকাম জামে মসজিদ কক্সবাজার।
মাওলানা মুফতী ইউনুছ সাহেব শিক্ষক জামিয়া পোকখালী কক্সবাজার।

ওয়ায়েজীন উলামায়ে কেরামগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে জেলা কমিটি পুনর্গঠন করা হয়। এতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি: মাওলানা মোস্তফা নূরী
পরিচালক মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ চকরিয়া।
সহ সভাপতি: মাওলানা আব্দুর রহীম রাহী খতীব রুমালিয়ারছরা জামে মসজিদ কক্সবাজার।
সহ সভাপতি: মাওলানা ফরিদুল আলম খতীব বাইতুল মামুর জামে মসজিদ সুগন্ধা বীচ কক্সবাজার।
সেক্রেটারী: মাওলানা মুফতী রিদওয়ানুল কাদির খতীব উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ উখিয়া কক্সবাজার।
জয়েন্ট সেক্রেটারী: মাওলানা হারুন জদীদ মুহাদ্দিস চাকমারকুল মাদরাসা রামু।
সাংগঠনিক সম্পাদক: মাওলানা এজাজুল করিম শফি সিনিয়র শিক্ষক জোয়ারিয়ানালা মাদরাসা রামু।
সহ-সাংগঠনিক সম্পাদক: হাফেজ আবুল মঞ্জুর খতীব শহীদ তিতুমীর জামে মসজিদ কক্সবাজার।
দফতর সম্পাদক: হাফেজ এডভোকেট রিদওয়ানুল কাবীর খতীব পানি উন্নয়ন বোর্ড ওয়াপদা জামে মসজিদ কক্সবাজার।
সহ-দফতর সম্পাদক: হাফেজ ইমাম হোসাইন শিক্ষক দারুস সুন্নাহ হ্নীলা টেকনাফ।
অর্থ সম্পাদক: মাওলানা ইউনুছ সাইফী পরিচালক কারিমিয়া মাদরাসা হোয়াইক্যং টেকনাফ।
সহ-অর্থ সম্পাদক: মাওলানা জয়নুল আবেদীন খুরুস্কুল কক্সবাজার।
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মাওলানা আব্দুল হান্নান সাহেব শিক্ষক জামিয়াতুল উলুম রামু।
সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: হাফেজ রায়হান শফিক হাবীবী শিক্ষক আশরাফিয়া মাদরাসা মরিচ্যা।
মিডিয়া ও অনলাইন সম্পাদক : কারী মাওলানা আবু নাসের পরিচালক ছাদিরকাটা মাদরাসা রামু।
সমাজ কল্যাণ সম্পাদক: মাওলানা আলমগীর হোসাইন আজিজি পিএমখালী কক্সবাজার।
তালীমুল কুরআন সম্পাদক: জয়নুল আবেদীন, রাজারকুল, রামু।
স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, মাওলানা ইলিয়াছ ফারুক্বী শিক্ষক জামিয়া ইসরামিয়া টেকনাফ কক্সবাজার।
দুর্যোগ ও ত্রাণ ব্যাবস্থাপনা: সম্পাদক মাওলানা দিদারুল ইসলাম শিক্ষক বহদ্দারকাটা মাদরাসা চকরিয়া।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা রমজান আলী, মাওলানা আহমদ কবির, মুফতী আব্দুল কাইয়ুম, মাওলানা নজমুদ্দীন ফয়েজ, মাওলানা তাহের সাহেব, মাওলানা ছালেম আজিজ, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা জমির উদ্দীন, মাওলানা হাসান নূরী, মাওলানা আসআদ আলমগীর প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হক সাহেবের সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভা ও জেলা কাউন্সিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

পাঠকের মতামত

কাবায় শায়েখ সুদাইসের অশ্রুসিক্ত মোনাজাত: ‘হে আল্লাহ ফিলিস্তিনে আমাদের ভাইদের বিজয় দান করুন’

বিভিন্ন রঙ ও জাতি এবং বিচিত্র ভাষা, কোনোকিছুই তাদেরকে মগ্ন করতে পরেনি। ইসলামের সৌন্দর্য সমস্ত ...

আজ পবিত্র শবে কদর

পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ শনিবার (০৬ মার্চ)। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের ...

মালদ্বীপে রাষ্ট্রীয় আমন্ত্রণে তারাবি পড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ কামরুল

রমজানে মসজিদে মসজিদে পবিত্র কোরআন খতম মুসলিম বিশ্বের ঐতিহ্য। এ জন্য বিশ্বজুড়ে বাংলাদেশি হাফেজদের রয়েছে ...