প্রকাশিত: ১৩/০৯/২০১৯ ৩:৩৩ পিএম

গাজীপুরে একটি ফ্রিজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় মাই ওয়ান ফ্রিজ কারখানায় এ আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. মামুনুর রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছয়তলা বিশিষ্ট ভবনটির ছয় তলার গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে তা পাশের আরেকটি ছয়তলা ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কীভাবে আগুন লেগেছে এবং এতে কেউ হতাহত হয়েছেন কিনা তা জানাতে পারেননি তিনি।

মাইওয়ান ইলেকট্রনিকস ও মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান সাংবাদিকদের বলেন, ওই সময় কারখানায় কাজ বন্ধ ছিল। কীভাবে ছয় তলায় আগুন লাগল তা আমরা এখনও বুঝতে পারছি না।

অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম, সংরক্ষিত আসনের এমপি শামসুন্নাহার ভূঁইয়া, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম এবং পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন।

পাঠকের মতামত

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ...