প্রকাশিত: ১৭/০৫/২০১৯ ৯:৪৪ এএম

কিছুদিন আগে এসএসসির ফলাফল নিয়ে মিথ্যা বলায় সংবাদের শিরোনাম হয়েছিলেন পূজা চেরি। আবার ফলাফল নিয়ে ফেসবুকে ক্ষমা চেয়েও বানান ভুলের কারণে শিরোনাম হয়েছেন শিশুশিল্পী থেকে নায়িকা বনে যাওয়া পূজা।
বর্তমান সময়ে পূজা ঢালিউডের শীর্ষ নায়িকা বনে গেছেন মাত্র দুই ছবির সফলতায়। অপ্রাপ্ত বয়সে আবেদনময়ী পূজার শারীরিক গড়ন দিয়ে ‘নূর জাহান, পোড়ামন টু, দহন, প্রেম আমার টু ছবি দিয়ে আলোচনায়। তবে এসব পুরাতন খবর হলেও নতুন খবর হলো তার ‘মাসিক’ বন্ধ! জাজ মাল্টিমিডিয়ার সিইও আলীমুল্লাহ খোকন বিষয়টি স্বীকারও করেছেন।

এ বিষয়ে আলীমুল্লাহ খোকন বলেন, পূজার একার এই সমস্যা হচ্ছে না। জাজ মাল্টিমিডিয়ায় যারা কাজ করেন তাদের প্রত্যেকে ‘মাসিক’ সিস্টেমে কাজ করেন। তাদেরকে প্রতি মাসে ‘মাসিক’র এর বিষয়টি পরিশোধ করা হতো। এখন আমাদের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে সেটা আটকে আছে। আগামী দুই একমাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে।

সংস্থাটি ‘আপাতত বন্ধ’ হওয়ায় শুধু পূজার নয় অনেক কর্মকর্তা-কর্মচারীর বেতনও বকেয়া পড়েছে। অনেকে ইতোমধ্যে চাকরি ছেড়েছেন। মাসিক বন্ধ হয়ে যাওয়াই এসবের নেপথ্য কারণ।

এ ব্যাপারে জানতে পূজার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

তবে পূজার বরাত দিয়ে ঘনিষ্ঠ একটি সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, পূজার আক্ষেপ। তিনি বলেছেন, জাজ মাল্টিমিডিয়ায় ছিলাম ভালোই ছিলাম। সব রকম ভরণ-পোষণ আজিজ ভাই-ই বহন করতেন। এখন তিনিও নেই মাসিকও বন্ধ। এ অবস্থায় জাজের বাইরে গিয়ে অস্থিত্ব ধরে রাখা ছাড়া উপায় কী?

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...

সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা: লিগ্যাল নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্টের আইনজীবী

বিনোদন ও ক্রিকেটের সংমিশ্রণে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ এবার মোড় নিয়েছে নতুন বিতর্কের। খেলার চেয়ে ...

বিয়ে করলেন জামিল-মুনমুন

বর-কনে রূপে ছবি পোস্ট করলেন অভিনয়শিল্পী জামিল-মুনমুন। বিয়ে করেছেন ছোট পর্দার এ দুই অভিনয়শিল্পী। ৬ ...