প্রকাশিত: ১৬/১০/২০১৮ ১০:২০ পিএম , আপডেট: ১৬/১০/২০১৮ ১০:২৮ পিএম

ছৈয়দুল অামিন চৌধুরী, টেকনাফ::
টেকনাফ নয়াপাড়া শালবাগান রোহিঙ্গা শরনার্থী শিবিরে গ্যাস সিলিন্ডারের অগ্নিকান্ডে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে।
১৬ অক্টোবর রাত সাড়ে ৮ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় পরিবারের কর্তা মুহাম্মদ ইউনুছ, স্ত্রী শওতক আরা ও তাদের দুই বছরের শিশু সন্তান এহসান অগ্নিদগ্ধ হয়েছে বলে স্থানীয় রোহিঙ্গা সুত্রে জানাগেছে। অসর্তকার কারণে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। রোহিঙ্গা বস্তির লোকজনের সহযোগিতায় দ্রুত অগ্নিকান্ড নিয়ন্ত্রণে অাসায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায় শালবাগান রোহিঙ্গা শিবির।
আহতদের প্রথমে লেদা আইওএম হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
টেকনাফ উপজেলার দক্ষিন হ্নীলা নয়াপাড়া শালবাগান
২৭ নং শরনার্থী ক্যাম্পের ডি-১১ ব্লকের মাঝি নুরুল অালম রিপোর্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...