প্রকাশিত: ২৪/০৭/২০১৬ ৩:২০ পিএম

2016_07_24_13_29_15_7YE1Kc5Vevi8Ycs0qgAnpbOsCUlwOl_originalডেস্ক রিপোর্ট :

জেলার টেকনাফে ইয়াবাসহ ৪ জন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামি যাত্রীবাহী একটি মিনিবাস তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ঢাকার কদমতলীর মুরাদপুর এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে সলিম আহমেদ হাফিজ (২৮), ফরিদপুর জেলা সদরের ওবায়দুর রহমানের স্ত্রী সুমি আকতার (২০), ঢাকার শ্যামপুর এলাকার মোহাম্মদ সেলিমের স্ত্রী আলো আকতার (৪৫) ও তার কন্যা তিনা আকতার (১৬)।

বিজিবি টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, আটকরা একটি বাসের যাত্রী ছিল। সন্দেহ হলে ৪ জনের শরীর তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৯২৪ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সেটও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

টেকনাফ থানার ওসি মো. আবদুল মজিদ জানান, ৪ জনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কক্সবাজারে ডিজিটাল ডিভাইসসহ ২ পরীক্ষার্থী আটক

কক্সবাজারের অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইসসহ বশির আহমদ এবং মোবাইল ফোনসহ তৌহিদুল ইসলাম ...

কক্সবাজারে আজরাইল গ্রেফতার

কক্সবাজারের মহেশখালীর আলোচিত সিরিয়ার কিলার মো. লোকমান ওরফে আজরাইলকে গ্রেফতার করেছে র‍্যাব। দীর্ঘ দুই দশক ...