প্রকাশিত: ১৮/০৬/২০১৬ ৯:৩২ পিএম , আপডেট: ১৮/০৬/২০১৬ ৯:৩৩ পিএম

ঢাকা: রাজধানীর তুরাগ থানা এলাকার উত্তরা ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধ মন্দিরের পাশের একটি খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও র‌্যাবের উপস্থিতিতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। অভিযান এখনও চলছে।

শনিবার (১৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানা পুলিশের ডাকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ওই খালে উদ্ধার তৎপরতা শুরু করে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) হাফিজুর রহমান জানান, খাল থেকে ২২০ এসএমজি ম্যাগাজিন, ৯৭টি ৭.৬২ বোরের পিস্তল এবং ১০টি গ্লোক পিস্তল, ৮৪০ রাউন্ড গুলি এবং ১১টি বেয়নেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১ এর উপ অধিনায়ক কাজী মো. সোয়ায়েব জানান, এই খালটি তুরাগ নদীর একটি শাখা। উত্তরা ১৬ নম্বর সেক্টরের ভেতরে পড়েছে খালটি। খালের পাশেই বড় সড়ক। খালে ১০ থেকে ১৫ ফুট পানি রয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার পরিদর্শক মাহমুদুল হক   বলেন, ‘গোপন সংবাদে পাওয়া পুলিশের তথ্যের ভিত্তিতে দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ডুবুরিরা অভিযান শুরু করে। বেশ দীর্ঘসময়ের প্রচেষ্টায় বিকেলে অস্ত্রের সন্ধান পাওয়া যায়।’

তিনি আরো বলেন, ‘মনির ও মকবুল নামে দু’জন ডুবুরি সেখানে কাজ করছেন। অভিযান এখনো চলছে। ইতোমধ্যে একটি ব্যাগের ভেতরে ১০৮ টি পিস্তল পাওয়া গেছে। পিস্তলগুলো চাইনিজ ব্যাগেই মোড়ানো ছিল। গুলিগুলো টিফিন বক্সের মধ্যে ছিল। তাও ব্যাগের ভেতরে মোড়ানো।’

যেহেতু ওই খালে এলএমজির গুলি পাওয়া গেছে, তাই এলএমজিও থাকতে পারে। এমনটাই ধারণা করা হচ্ছে বলে জানান মাহমুদুল হক।

 

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...

খাদ্য সংকটে সেন্টমার্টিন

হেলাল উদ্দিন সাগর :: বৈরী আবহাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ...