প্রকাশিত: ১১/০৭/২০১৮ ১০:২০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫২ এএম

টেকনাফ প্রতিনিধি::
টেকনাফে ক্রেতা সেজে অভিযান চালিয়ে ৯ হাজার ইয়াবা সহ ২ মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় মাদক কারবারীদের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. নাসির উদ্দিন আহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত (১০ জুলাই) ৮টার সময় টেকনাফ পৌরসভার আলো শপিং কমপ্লেক্সের সামনে থেকে ২ মাদক কারবারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ধৃতরা হচ্ছে, টেকনাফের শাহপরীরদ্বীপ ক্যাম্প পাড়ার মো. ইসমাঈলের ছেলে সৈয়দ উল্লাহ ভুট্টো (২০) ও টেকনাফ সদর ইউনিয়নের হাবির পাড়া এলাকার মৃত মো. তৈয়বের পুত্র মো. ইউসুফ (১৮)। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. নাসির উদ্দিন জানান, ক্রেতা সেজে এ অভিযান চালানো হয়। মাদক কারবারীরা ঝুঝতে পেরে তাকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধৃতদের টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত

উখিয়াবাসীর স্বপ্ন পূরণ করতে চাই – জাহাঙ্গীর কবির চৌধুরীর বিবৃতি

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষাপটে নিজের ফেসবুক প্রোফাইলে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ...

ইসলামপুরে আটক রোহিঙ্গা যুবককে কুতুপালং ক্যাম্পে হস্তান্তর

জামালপুরের ইসলামপুরে অচেতন অবস্থায় উদ্ধার মো. রোবেল (২২) নামের সেই রোহিঙ্গা যুবককে কক্সবাজারের কুতুপালংয়ের ট্রানজিট ...