প্রকাশিত: ২৮/০৭/২০২২ ১০:১৩ এএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া ::
অবশেষে ৭ বছর পর আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষিত এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস। সেই সঙ্গে গত এক সপ্তাহ ধরে উৎসবমুখর হয়ে উঠেছে মানবতার শহর উখিয়া। শীর্ষ পদ-প্রত্যাশী নেতাকর্মীদের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে উখিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ (মিনি স্টেডিয়াম)।সহ উখিয়ার প্রত্যন্ত অলি-গলিতে। কাঙ্কিত পদ পেতে মরিয়া হয়ে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীরা।ভাগ্যবান আসন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আগামী জাতীয় সংসদদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই সম্মেলনের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এই সম্মেলনে উখিয়া উপজেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নাকি কেন্দ্রীয় নেতাদের মনোনীত হবেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। অধিকাংশ কাউন্সিলরদের মতে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে। আজ উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ জন্য উখিয়া মিনি স্টেডিয়ামকে সাজানো হয়েছে। এতে বাংলাদেশ আওয়ামী ললীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এম,পি সহ আওয়ামী লীগের সিনিয়র নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে উখিয়া উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির নেতাকর্মীরা। এ প্রসঙ্গে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সাংগঠনিক টিমের সদস্য সচিব এইচ এম ইউনুস বাঙালি বলেন, সম্মেলন সঠিকভাবে সফল করতে দীর্ঘ চার মাস ধরে প্রতিটি ওয়ার্ড থেকে কাউন্সিল করে আসছি। উখিয়া একটি গুরুত্বপূর্ণ উপজেলা। অত্যন্ত সুশৃঙ্খলভাবে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সু সম্পন্ন হবে। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। দীর্ঘদিন পর এই সম্মেলন নেতাকর্মীদের মধ্যে নানা প্রত্যাশার সৃষ্টি করেছে। এবারের সম্মেলনে সৎ এবং ত্যাগী নেতারা মূল্যায়িত হবেন বলে আমরা আশা করছি। কক্সবাজার জেলার অন্যতম আওয়ামীলীগ নেতা আবুল মন্সুর চৌধুরী বলেন, আওয়ামীলীগ দীর্ঘ ১৩ বছর ক্ষমতায় থাকার কারণে কিছু অবাঞ্চিত লোক নেতৃত্বে চলে এসেছে। কিছু ভালো মানুষও এসেছে। তারপরও আমরা চাই রোহিঙ্গা অধ্যুষিত এই উপজেলায় এমন নেতৃত্ব আসুক জননেত্রী শেখ হাসিনার রাজনীতিকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এমন নেতৃত্ব আশা করছি। আমরা দেখি কিছু ধান্ধাবাজ নেতাকর্মী সৃষ্টি হয়েছে। বিশেষ করে নির্বাচন আসলে টাকার মাধ্যমে পদকে কিনে নেয়ার চেষ্টা করে তারা। আমরা চাই, যারা আগামী দিনে উখিয়াকে জননেত্রী শেখ হাসিনার ঘাটি হিসেবে উপহার দিবে এমন নেতৃত্ব। আমি আশা করব যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তৃণমূল থেকে উঠে এসেছে, যুবলীগ থেকে উঠে এসেছে কোনদিন জামায়ত-বিএনপির সাথে আতাত করেনি। টাকার বিনিময়ে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে নাই। কোনদিন দল বদল করে নাই সেই সমস্ত নেতাদের নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন এটাই প্রত্যাশা করি। দলের দুঃসময়ে স্কুল ছাত্রললীগের রাজনীতি থেকে উঠে আসা তাদের জীবনের যুগের পর যুগ সময় কাঠিয়েছেন রাজনীতির মাঠে। জামায়াত-শিবিরের হাজারো নির্যাতন মামলা হামলা সহ্য করে ভালবেসে গিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে। কয়েকবার মৃত্যুর মুখ থেকে বেচে ফিরেছেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহবুবসহ আরো অনেকেই। দলকে পরিবর্তন ও আগামী প্রজন্মকে আওয়ামীলীগের আদর্শের প্রতি অনুপ্রেরণা যোগাতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন নেতৃত্ব আসুক এমনটা প্রত্যাশা ত্যাগী নেতাকর্মীদের।

পাঠকের মতামত

কক্সবাজারে আজরাইল গ্রেফতার

কক্সবাজারের মহেশখালীর আলোচিত সিরিয়ার কিলার মো. লোকমান ওরফে আজরাইলকে গ্রেফতার করেছে র‍্যাব। দীর্ঘ দুই দশক ...

পুলিশ থেকে বাঁচতে জীবনটাই দিলেন সিএনজিচালক

গ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিলিন্ডার বিস্ফোরণে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। পুলিশ দেখে পালাতে গিয়ে ...